২.বাংলা বানানের নিয়ম(৫)
(ক) বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত সর্বশেষ বানানরীতি অনুযায়ী পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
অপেক্ষমান, অধিনস্থ, চলশক্তি, কৃচ্ছতা, শান্তনা, মরুদ্দ্যান, মহিয়সী, কেবলমাত্র।
(ক) উত্তরঃ
বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম নিম্নরূপ :
ক. যেসব শব্দে ই, ঈ বা উ, ঊ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং কার চিহ্ন িবা ু হবে। যেমন—পল্লী, ধরণি, শ্রেণি, সূচিপত্র, রচনাবলি ইত্যাদি।
খ. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন—অর্জন, কর্ম, কার্য, সূর্য ইত্যাদি।
গ. সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম স্থানে ং হবে। যেমন—অহম্ + কার = অহংকার, সম্ + গীত = সংগীত ইত্যাদি।
ঘ. শব্দের শেষে বিগর্স (ঃ) থাকবে না। যেমন—কার্যত, প্রথমত, প্রধানত, প্রায়শ, মূলত ইত্যাদি।
ঙ. সব অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল ই, ঊ এবং এদের কারচিহ্ন ি বা ু ব্যবহার হবে। যেমন—আরবি, আসামি, ইংরেজি, বাঙালি, সরকারি, চুন ইত্যাদি।
(খ) উত্তরঃ
অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
অপেক্ষমান | অপেক্ষমাণ |
অধিনস্থ | অধীনস্থ |
চলশক্তি | চলনশক্তি |
কৃচ্ছতা | কৃচ্ছ্রতা |
শান্তনা | সান্ত্বনা |
মরুদ্দ্যান | মরূদ্যান |
মহিয়সী | মহীয়সী |
কেবলমাত্র | কেবল |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found