২.বাংলা বানানের নিয়ম(৫)
(ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
অথবা,
(খ) যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো: আকাঙ্খা, উপরোক্ত, দুরাবস্থা, নিশিথিনি, প্রনয়ন, মনকষ্ট, সমিচীন, সাতন্ত্র।
(ক).
উত্তর: তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমি প্রণীত পাঁচটি নিয়ম উপস্থাপিত হলো:
ক. তৎসম শব্দের বানানে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্জন।
খ. তৎসম শব্দের বানানে শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন: প্রথমত।
গ. যেসব তৎসম শব্দে ই, ঈ বা উ, ঊ উভয়ই শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার কার চিহ্ন (,ি) হবে। যেমন: কিংবদন্তি, ধরণি ইত্যাদি।
ঘ. তৎসম শব্দের বানানে ঋ, র, ষ-এর পরে 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঋণ, মরণ।
ঙ. পদাশ্রিত নির্দেশক টি-তে ই-কার হবে। যেমন: ছেলেটি, লোকটি, বইটি।
অথবা,
(খ). উত্তর:
অশুদ্ধ বানান | শুদ্ধ বানান |
|---|---|
আকাঙ্খা | আকাঙ্ক্ষা |
উপরোক্ত | উপর্যুক্ত |
দুরাবস্থা | দুরবস্থা |
নিশিথিনি | নিশীথিনী |
প্রনয়ন | প্রণয়ন |
মনকষ্ট | মনঃকষ্ট |
সমিচীন | সমীচীন |
সাতন্ত্র | স্বাতন্ত্র্য |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
কৃতীত্ব, কর্ণেল, বুৎপত্তি, ব্যঙ, পিপিলিকা, নিরপরাধী, নিক্কণ, স্নেহাশীষ।
(ক) বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
অথবা,
(খ) যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো:
মনোপুত, আবিস্কার, শ্রদ্ধাঞ্জলী, সমিচীন, পৈত্রিক, অনুসুয়া, ভূবন, সুধি।
(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের আধুনিক নিয়ম অনুসারে অ তৎসম শব্দের যে কোনো পাঁচটি বানান সূত্র উদাহরণসহ লিখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
আকাংখা, উজ্জল, কুজ্জটিকা, পিপিলিকা, আশাঢ়, শান্তনা, গীতাঞ্জলী, পিত্রিদত্ত।
(ক) ণত্ব বিধান কী? ণত্ব বিধানের চারটি নিয়ম উদাহরণসহ লেখো।
অথবা, (
খ) যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো।
প্রানীবিদ্বা, ঐক্যতান, ভৌগলিক, পৈত্রিক, শারিরীক, মুমুর্ষ, সম্বর্ধনা, শিরচ্ছেদ।