২.বাংলা বানানের নিয়ম(৫)
(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
দূরবস্থা, শশ্ল্যান, স্বামীগৃহ, জাজ্জল্যমান, বাল্মিকি, কথোপোকথন, পৈত্রিক, সম্বর্ধনা।
ক) উত্তরঃ
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের নিয়ম-
১. সকল অ-তৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দে কেবল ই এবং উ কার ব্যবহৃত হয়। যেমন- হাতি, গাড়ি,ভারি,হাতি ইত্যাদি।
২. স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দে ই ও উ কার হবে। যেমন- ইরানি,জাপানি,পুজো,বুড়ি মুলা ইত্যাদি।
৩. ‘আলি’ প্রত্যয় যুক্ত শব্দে ই কার হবে। যেমন- মিতালি,সোনালি,খেয়ালি ইত্যাদি।
৪. পদাশ্রিত নির্দেশক টি-তে ই-কার হবে। যেমন: ছেলেটি, লোকটি, বইটি।
৫. ‘আনো’ প্রত্যয়ান্ত শব্দের শেষে ও- কার যুক্ত হবে। যেমন- কাওয়ানো,দেখানো,করানো ইত্যাদি।
খ) উত্তরঃ
অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
দূরবস্থা | দুরবস্থা |
শশ্ল্যান | শ্মশান |
স্বামীগৃহ | স্বামিগৃহ |
জাজ্জল্যমান | জাজ্বল্যমান |
বাল্মিকি | বাল্মীকি |
কথোপোকথন | কথোপকথন |
পৈত্রিক | পৈতৃক |
সম্বর্ধনা | সংবর্ধনা |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত সর্বশেষ বানানরীতি অনুযায়ী পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
অপেক্ষমান, অধিনস্থ, চলশক্তি, কৃচ্ছতা, শান্তনা, মরুদ্দ্যান, মহিয়সী, কেবলমাত্র।
(ক) 'অতৎসম' শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
অধীনস্ত, আত্বস্ত, চতুস্কোন, জাজ্বল্যমান, মনোকষ্ট, স্মরনার্থী, গ্রাহ্যনীয়, বাঞ্চা।