বৈদ্যুতিক চিঠি ও আবেদন পত্র

(ক) বাংলা নববর্ষের উৎসব উপলক্ষ্যে বন্ধুর নিকট একটি চিঠি লিখ।

অথবা, (খ) তোমার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্যে একটি পত্র লেখো।

JB 17

ক) উত্তরঃ


নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো।


নরসিংদী

১লা বৈশাখ ১৪২২

প্রিয় প্লাবন,

আজ পহেলা বৈশাখ, শুভ নববর্ষ। আশা করি ভালো আছো। অনেকদিন তোমার খোঁজ খবর পাই না। ভূলে গেছ না কী? বন্ধু নববর্ষে বারবার মনে পড়ছে তোমার কথা। মনে পড়াটাই স্বাভাবিক। নববর্ষ আমাদের সার্বজনীন উৎসব, প্রাণের উৎসব, জাতীয় উৎসব। এদিনে তোমাকে কাছে ফেলে কতোই না ভালো লাগত! জীবন ও জীবিকার তাগিদে আমরা এক একজন একেক জায়গায় পড়ে আছি। কিন্তু প্রাণের টান কমে গেছে এটি মনে করার কোন কারণ নেই। আমার বিশ্বাস থেকে এই কথা বলছি। তোমারও মনোভাব সেরকমই হবে বলে আশাকরি।

নববর্ষ আমাদের জীবনকে উদ্দীপ্ত করে। অতীতের সব ব্যর্থতা, গ্লানি ভুলে গিয়ে নতুন দিনের আহ্বানে জেগে উঠি আমরা, স্বপ্ন দেখি নতুন করে। নববর্ষ তোমার জীবনকেও উদ্দীপ্ত করুক। নতুন দিনে আহ্বানে জেগে ওঠো তুমি, তোমার চোখের তারায় ভেসে উঠুক নতুন দিনের স্বপ্ন- এ আমার প্রার্থনা। নববর্ষ তোমার জীবনকে আরো আশাবাদী করুক। এ নববর্ষে আমরা সংকল্প করব, সকলের জীবন নতুনভাবে শুরু হোক। আমাদের সংস্কৃতি সমৃদ্ধ, এখন আমাদের দরকার অর্থনৈতিক সমৃদ্ধ ঘটানো। নববর্ষের এ সম্মিলিত শক্তিই পারে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটাতে। নিশ্চয়ই তুমি বিপুল উচ্ছ্বাসে বরণ করে নিচ্ছ নববর্ষকে। আগামী নববর্ষটা কি আমরা দু-বন্ধু একসঙ্গে কাটাতে পারি না? আমার অনুরোধ বিষয়টি তুমি বিবেচনা করে দেখবে।

আমাদের এখানে বেড়াতে এলে খুব খুশি হব, তোমারও ভালো লাগবে। তোমার আব্বা আম্মাকে আমার সালাম আর ছোট ভাই বোনকে আমার স্নেহ দিও। চিঠির উত্তর দিও।

ইতি

তোমার বন্ধু

আবির

[ এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে ]

খ) উত্তরঃ

২৪ মে, ২০২১

বরাবর
সম্পাদক
দৈনিক জনকণ্ঠ
২৪/এ, নিউ ইস্কাটন
ঢাকা।

বিষয় : নিম্নোক্ত পত্রটি চিঠিপত্র কলামে প্রকাশের জন্য আবেদন।

জনাব,
আপনার সম্পাদিত বহুল প্রচারিত ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে বাধিত হব।

নিবেদক-
ইলতাজুল হক
নবাবগঞ্জ

শোল্লা ইউনিয়ন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি 

নবাবগঞ্জ থানা রাজধানী থেকে মাত্র ২৫কি.মি. দূরত্বে হলেও অনেকটা বাতির নিচে অন্ধকারের শামিল। কেননা এ থানার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সৃষ্ট পরিস্থিতির সুযোগ গ্রহণ করছে একদল স্বার্থান্বেষী মানুষ, যার ফলে সমাজের সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

বছর কয়েক পূর্বেও নবাবগঞ্জ থানার শোল্লা ইউনিয়ন ছিল অপরাধহীন একটি এলাকা। এলাকার মানুষ রাতে দরজা জানালা লাগাতে ভুলে গেলেও ঘর বাড়ি থেকে কোনো কিছু চুরি হতো না। কিন্তু ইদানিং থানা পুলিশের গাফিলতি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের প্রভাবে খারাপ মানুষের আনাগোনা বেড়েছে। এরা এলাকায় একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব অপকর্মের মধ্যে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি এমনকি মানুষ হত্যার মতো জঘন্য ঘটনাও ঘটছে। যার কারণে এলাকার মানুষ ভীত-শঙ্কিত হয়ে পড়েছে। 

সন্ত্রাসীদের উৎপাতে এলাকার সাধারণ মানুষ এবং মেয়েরা স্কুল-কলেজে যেতে পারে না। দুর্বত্তরা দলবেঁধে রাস্তায় ঘোরাফেরা করে সুযোগ বুঝে সাধারণ মানুষ ও মেয়েদের টাকা পয়সা, সোনার চেন, ঘড়ি ইত্যাদি ছিনতাই করে। আবার এসব সুযোগ না পেলে দেখা যায় মেয়েদের অশ্লীল-অকথ্য ভাষায় উত্ত্যক্ত করে। যার জন্যে অনেক মেয়েই উপায়ন্তর না দেখে স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এভাবে চলতে থাকলে অতীতের শান্তিপূর্ণ এ এলাকাটি অচিরেই একটি অশান্তির আখড়া হিসেবে আত্মপ্রকাশ করবে। 

এ অবস্থায় এলাকার শান্তি-শৃঙ্খলার জন্যে এলাকাবাসী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছে। যাতে প্রশাসনে চাপ প্রয়োগের মাধ্যমে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করা হয়। এলাকাটিতে জরুরিভিত্তিতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করে শান্তি ফিরিয়ে আনার জন্যে এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছে। 

শোল্লা ইউনিয়নবাসীর পক্ষে 

ইলতাজুল হক 

নবাবগঞ্জ

বৈদ্যুতিক চিঠি ও আবেদন পত্র টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

(ক) তোমাদের কলেজে অনুষ্ঠিতব্য সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশবরেণ্য ব্যক্তিত্ব বরাবর একটি ই-মেইল তৈরি কর।

অথবা ,

(খ) তোমাদের এলাকায় বিজয় দিবস উদ্যাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।

(ক) বনভোজনে যাওয়ার ইচ্ছা জানিয়ে তোমার সহপাঠীদের একটি বৈদ্যুতিন চিঠি লেখ।

অথবা,

(খ) তোমার এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের অব্যবস্থার কথা জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি চিঠি লেখ।

(ক) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ই-মেইল পাঠাও।

অথবা,

(খ) তোমার কলেজে 'নজরুল জয়ন্তী' উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা কর।

(ক) জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ক্ষুদেবার্তা লেখ।

অথবা, (খ) শিক্ষা সফরে যাবার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।