৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটি ই-মেইল প্রেরণ করো।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'অফিসার পদে' নিয়োগলাভের জন্য একটি আবেদনপত্র রচনা করো।
(ক) উত্তরঃ
From : rijvi89@yahoo.com
To : safinahmed@gmail.com
CC :
BCC :
Subject : বাংলা নববর্ষের শুভেচ্ছা।
Text :
প্রিয় সাফিন, শুভ নববর্ষ। আজ ১৪ই এপ্রিল, পহেলা বৈশাখ। আশা করছি বন্ধুদের সাথে দিনটা অনেক আনন্দে কাটাবে। আজ বিভিন্ন জায়গায় বাঙালির প্রাণের মেলা বসেছে। সেসব অনুষ্ঠান প্রাণ ভরে উপভোগ করবে। ইলিশ-পাত্তা খাবে। সর্বোপরি তোমার দিনটি আনন্দে কাটুক এই কামনা করি।
রিজভী।
(খ) উত্তরঃ
৮ই মে, ২০১৯
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
প্রাণ-আরএফএল কোম্পানি লি.
বাড্ডা, ঢাকা ১২১২।
বিষয়: অফিসার পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব, সবিনয় নিবেদন এই যে, গত ৪ঠা মে ২০১৯ 'দৈনিক ইত্তেফাক' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে অফিসার পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার বিবেচনার জন্য আবেদনপত্রের সাথে উপস্থাপন করছি।
১. নাম :
হাসান মাহমুদ
।২. পিতা : মোহাম্মদ সুজাউদ-দৌলা।
৩. মাতা : রেহানা রূপম।
৪. জন্মতারিখ : ০৩ জুন ১৯৯০।
৫. বর্তমান ঠিকানা : ১৯ নয়াপল্টন, ঢাকা-১০০০।
৬. স্থায়ী ঠিকানা : গ্রাম ও ডাকঘর- বাঁশখালি, থানা-শাহরাস্তি, জেলা- চাঁদপুর।
৭. জাতীয়তা : জন্মসূত্রে বাংলাদেশি।
৮. ধর্ম : ইসলাম।
৯. শিক্ষাগত যোগ্যতার পূর্ণ বিবরণঃ
ক্রমিক নং | পরীক্ষার নাম | পাসের সন | বিভাগ গ্রেড | বোর্ড/ বিশ্ববিদ্যালয় |
১ | এসএসসি (বিজ্ঞান) | ২০০৫ | A+ | কুমিল্লা |
২ | এইচএসসি (বিজ্ঞান) | ২০০৭ | A | কুমিল্লা |
৩ | বি.এসসি (অনার্স) | ২০১১ | B | জা. বিশ্ববিদ্যালয় |
৪ | এম.এসসি (রসায়ন) | ২০১২ | B | জা. বিশ্ববিদ্যালয় |
১০. অভিজ্ঞতা : আমি গত ০১. ০৫, ২০১৩ থেকে সিরাজগঞ্জ সেভেনস্টার সিমেন্ট ইন্ডাস্ট্রিজের ম্যানেজার পদে দায়িত্বরত আছি।
অতএব,
বিনীত প্রার্থনা উল্লিখিত তথ্যের ভিত্তিতে আমাকে আপনার প্রতিষ্ঠানে অফিসার পদে নিয়োগ প্রদানের জন্য বিবেচনা করলে কৃতজ্ঞ থাকব।
নিবেদক
হাসান মাহমুদ।
সংযুক্তি:
১. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের অনুলিপি।
২. নাগরিকত্বের সনদের অনুলিপি।
৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি।
৪. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) তোমাদের কলেজে অনুষ্ঠিতব্য সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশবরেণ্য ব্যক্তিত্ব বরাবর একটি ই-মেইল তৈরি কর।
অথবা ,
(খ) তোমাদের এলাকায় বিজয় দিবস উদ্যাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।
(ক) বাংলা নববর্ষের উৎসব উপলক্ষ্যে বন্ধুর নিকট একটি চিঠি লিখ।
অথবা, (খ) তোমার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্যে একটি পত্র লেখো।
(ক) 'বিশ্ব ভালোবাসা দিবস' উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বন্ধুকে ই-মেইল পাঠাও।
অথবা,
(খ) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখো।
(ক) বনভোজনে যাওয়ার ইচ্ছা জানিয়ে তোমার সহপাঠীদের একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) তোমার এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের অব্যবস্থার কথা জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি চিঠি লেখ।