৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট প্রেরণের জন্য একটি চিঠি লিখ
অথবা, (খ) স্টোর কিপার পদে চাকুরীর জন্য একটি আবেদনপত্র রচনা কর।
ক) উত্তরঃ
নরসিংদী
১লা বৈশাখ ১৪২২
প্রিয় প্লাবন,
আজ পহেলা বৈশাখ, শুভ নববর্ষ। আশা করি ভালো আছো। অনেকদিন তোমার খোঁজ খবর পাই না। ভূলে গেছ না কী? বন্ধু নববর্ষে বারবার মনে পড়ছে তোমার কথা। মনে পড়াটাই স্বাভাবিক। নববর্ষ আমাদের সার্বজনীন উৎসব, প্রাণের উৎসব, জাতীয় উৎসব। এদিনে তোমাকে কাছে ফেলে কতোই না ভালো লাগত! জীবন ও জীবিকার তাগিদে আমরা এক একজন একেক জায়গায় পড়ে আছি। কিন্তু প্রাণের টান কমে গেছে এটি মনে করার কোন কারণ নেই। আমার বিশ্বাস থেকে এই কথা বলছি। তোমারও মনোভাব সেরকমই হবে বলে আশাকরি।
নববর্ষ আমাদের জীবনকে উদ্দীপ্ত করে। অতীতের সব ব্যর্থতা, গ্লানি ভুলে গিয়ে নতুন দিনের আহ্বানে জেগে উঠি আমরা, স্বপ্ন দেখি নতুন করে। নববর্ষ তোমার জীবনকেও উদ্দীপ্ত করুক। নতুন দিনে আহ্বানে জেগে ওঠো তুমি, তোমার চোখের তারায় ভেসে উঠুক নতুন দিনের স্বপ্ন- এ আমার প্রার্থনা। নববর্ষ তোমার জীবনকে আরো আশাবাদী করুক। এ নববর্ষে আমরা সংকল্প করব, সকলের জীবন নতুনভাবে শুরু হোক। আমাদের সংস্কৃতি সমৃদ্ধ, এখন আমাদের দরকার অর্থনৈতিক সমৃদ্ধ ঘটানো। নববর্ষের এ সম্মিলিত শক্তিই পারে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটাতে। নিশ্চয়ই তুমি বিপুল উচ্ছ্বাসে বরণ করে নিচ্ছ নববর্ষকে। আগামী নববর্ষটা কি আমরা দু-বন্ধু একসঙ্গে কাটাতে পারি না? আমার অনুরোধ বিষয়টি তুমি বিবেচনা করে দেখবে।
আমাদের এখানে বেড়াতে এলে খুব খুশি হব, তোমারও ভালো লাগবে। তোমার আব্বা আম্মাকে আমার সালাম আর ছোট ভাই বোনকে আমার স্নেহ দিও। চিঠির উত্তর দিও।
ইতি
তোমার বন্ধু
আবির
* [ এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে ]
খ) উত্তরঃ
৩০শে মে, ২০১৯
বরাবর,
প্রধান শিক্ষক
বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়
ঢাকা।
বিষয় : স্টোর কিপার পদে নিয়োগের জন্যে আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে,গত ২৭শে মে ২০১৫ তারিখের 'দৈনিক ইত্তেফাক' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে,আপনার অধীনে একজন অফিস সহকারী নিয়োগ করা হবে। আমি উল্লেখিত পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় তথ্য পেশ করছি।
১. নাম: তমাল এনামুল
২. পিতার নাম: হাসান আল মামুন
৩. মাতার নাম: রাজিয়া বেগম
৪. বর্তমান ঠিকানা: ২৭, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা
৫. স্থায়ী ঠিকানা: ঐ
৬. জন্ম তারিখ: ২৩শে মার্চ ১৯৯১
৭. নিজ জেলা: ঢাকা
৮. জাতীয়তা: বাংলাদেশী
৯. ধর্ম: ইসলাম
১০. বৈবাহিক অবস্থা: অবিবাহিত
১১. শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম | বছর | জিপিএ | বিভাগ | বোর্ড |
|---|---|---|---|---|
এস এস সি | ২০১৩ | ৩.৫০ | কর্মাস | ঢাকা |
এইচ এস সি | ২০১৫ | ৩.৫০ | কর্মাস | ঢাকা |
অতএব, উপযুক্ত তথ্যাবলির পরিপ্রেক্ষিতে অনুগ্রহপূর্বক আমাকে উল্লেখিত পদে নিয়োগের জন্যে বিবেচনা করলে বাধিত হবো।
নিবেদক
তমাল এনামুল
সংযুক্ত অনুলিপি :
১.সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র
২. চারিত্রিক সনদপত্র
৩. নাগরিকত্ব প্রমাণপত্র
৪. দুই কপি সত্যায়িত ছবি ও ব্যাংক ড্রাফট
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বনভোজনে যাওয়ার ইচ্ছা জানিয়ে তোমার সহপাঠীদের একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) তোমার এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের অব্যবস্থার কথা জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি চিঠি লেখ।
(ক) জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ক্ষুদেবার্তা লেখ।
অথবা, (খ) শিক্ষা সফরে যাবার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
(ক) দলগত অধ্যয়নের গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি বেদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) দেশের বর্তমান যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি আবেদনপত্র লেখ।
(ক) কলেজে তোমার শেষ দিনের ক্লাস করার অনুভূতি জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি পাঠাও।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে
বিপণন কর্মকর্তা পদেনিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।