১১ সংলাপ / খুদেগল্প
(ক) বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
অথবা,
(খ) প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"।
ক) উত্তরঃ
সিজার : কেমন আছ তারেক?
তারেক : ভালো। তুমি কেমন আছ?
সিজার : ভালো আছি। এই ভরদুপুরে কোথায় যাচ্ছ?
তারেক : বৃক্ষমেলায়। কিছু গাছ কিনতে হবে।
সিজার : গাছ কিনবে কেন?
তারেক : ভাবছি আমাদের বাড়ির চারদিকে কিছু গাছ লাগাব?
সিজার : গাছ আবার লাগাতে হয় নাকি? ওগুলোতো এমনিতেই হয়।
তারেক : হ্যা বন্ধু, গাছও লাগতে হয়। গাছের পরিচর্যা করতে হয়। কারণ, গাছই তো আমাদের প্রধান বন্ধু।
সিজার : মানে?
তারেক : মানে হলো, গাছ ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারব না। গাছ না থাকলে পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য গাছ হলো অপরিহার্য এক উপাদান।
সিজার : তাহলে তুমি বোঝাতে চােচ্ছ, গাছ ছাড়া পৃথিবী অচল?
তারেক : অনেকটা সেরকমই। যেমন ধর, আমরা যে অক্সিজেন নিয়ে বেঁচে থাকি, সেটা পাই গাছ থেকে। ফলমূল, খাদ্যসামগ্রী, আসবাবপত্র বানানোর জন্য কাঠ, ছায়া, সৌন্দর্য— সবক্ষেত্রেই তো গাছের প্রয়োজন ।
সিজার : তাই তো। এভাবে তো ভাবিনি কোনোদিন।
তারেক : তাহলে এখন বুঝতে পারছ তো? চলো এবার বৃক্ষমেলায়। তুমিও কিন্তু গাছ কিনে নিয়ে আসবে।
সিজার : চলো বন্ধু। আমিও তোমার মত গাছ লাগাবো।
তারেক : তোমাকে ধন্যবাদ। চলো।
খ) উত্তরঃ
মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম
অপর প্রান্ত থেকে ভেসে আসা অপরিচিত এক নারী কন্ঠ শুনে সাগর বুঝতে পারে, সে ডায়াল করেছে ভুল নম্বরে। তবু নিশ্চিত হতে জিজ্ঞাসা করি, এটা কি পিয়াল খন্দকারের নম্বর? বিপরীত দিক থেকে এক নারী কন্ঠ স্বাভাবিকভাবে জানতে চাইলো, আপনি কে? আমি সাগর। কোথা থেকে বলছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়? পিয়ালকে কিভাবে চিনেন? আমি ওনাকে দেখিনি, কথাও হয়নি। ফোন নম্বর কিভাবে পেয়েছেন? আমার রুমমেট আহসান দিয়েছে। পিয়ালের আর কোনো নম্বর আপনার কাছে আছে? না, নেই। তাহলে একটা নাম্বার লিখুন ০১৭১... এই নম্বরে ঘন্টাখানেক পরে ফোন দিলে পাবেন। আপনি কে বলছিলেন? আমি মৌমিতা, পিয়ালের বন্ধু। আরও কিছু? নো, থ্যাংকস। ওকে বাই। এটুকুই কথা হয়েছে ছদ্ম নামধারী মৌমিতার সঙ্গে। তারপর এক ঘন্টা পরে মৌমিতার দেয়া সেই নম্বরে ডায়াল করতেই রিসিভ হলো। অপর প্রান্ত থেকে ভেসে এলো- হ্যালো, পিয়াল খন্দকার বলছি, হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি। তা ভালো আছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ মৌমিতা বলেছে। হাঃ হাঃ এই চলছে আর কী? না না ঠিক আছে, তখন বাসায় গেস্ট ছিল, কথা বলছিলাম তাদের সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে অসুবিধা নেই, আমি আপনাকে ঠিকানা দিয়ে দিলে যেতে পারবেন না? গুড, তাহলে লিখুন বাড়ি নং:.. রোড নং.... উত্তরা, ঢাকা ১২৩০। ঠিক আছে ভাই। আচ্ছা শুনুন, সম্ভব হলে ভালো জামা কাপড় পরে, একটু স্মার্ট হয়ে যাবেন। বুঝতেই পারছেন প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচারি। আপনি আমার বন্ধুর বন্ধু, তাহলে আমারও বন্ধু। না, না ভাই এভাবে বলবেন না। বন্ধু হয়ে বন্ধুর জন্য কিছু করতে পারা তো আনন্দের। তাহলে কবে যাচ্ছেন? ঠিক আছে। ওকে ফাইন। তাহলে ঐ কথাই থাকল। ওকে বাই। ঠিক আছে আপনার কাজটা আগে হোক তারপর মিট করবো। ওকে। ওকে, বাই। পিয়াল খন্দকারের সাথে কথোপকথন শেষ হলো সাগরের। দীর্ঘ ফোনালাপের মূল বিষয় ছিল চাকরির তদবির। একজন নামি দামি নেতার সাথে সাক্ষাৎ করে বিস্তারিত বিষয় খুলে বলা। নেতা পিয়াল খন্দকারের মামা। আর মৌমিতা ঐ নেতার একমাত্র কন্যা। কথা বলে সাগর খুব আশাবাদী, পিয়াল ভাই খুব ভালো লোক। আজকের দিনে নিঃস্বার্থ এমন উপকারী এমন উপকারী লোক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। নির্ধারিত দিনে যথাসময়ে পিয়াল খন্দকারের ঠিকানায় হাজির হলো সাগর। তার দেহটা ছাড়া দেহের সঙ্গে থাকা কোট, টাই, দামি ঘড়ি, মোবাইল, ব্যাগ, জুতা সবই ধার করা। অটোরিকশা থেকে নেমেই সাগর ফোন করল পিয়ালকে। পিয়াল ফোন কেটে দিল। আবার কল করল। ব্যস্ত পেল। মিনিট দুই পরে আবার ডায়াল করল, তখনও বিজি। আর পাঁচ মিনিট পর ডায়াল করে পেল, হ্যালো পিয়াল ভাই...। সাগর কথা বলতে পারল না। পেছন থেকে তাকে মাথায় সজোরে কেউ একজন আঘাত করল। যখন তার জ্ঞান ফিরল তখন বুঝতে পারল সে একটা ময়লা ড্রেনে পড়ে আছে, মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, গায়ে গেঞ্জি আর পরনে শার্ট প্যান্ট ছাড়া আর কিছু নেই। একজন রিকশাওয়ালা দয়াপরবশ হয়ে তাকে ড্রেন থেকে টেনে তুলছে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক)
জ্ঞানচর্চায় বিজ্ঞানের ভূমিকা দুই বন্ধুর মধ্যে সংলাপতৈরি কর।
অথবা,
(খ) প্রদত্ত উদ্দীপক অনুসরণে 'পানি-দূষণ' বিষয়ে একটি ক্ষুদে গল্প রচনা কর:-
লঞ্চ ভ্রমণের সময় বুড়িগঙ্গা নদীর পানির রং দেখে রাহাত বিস্মিত হয়।…………….
(ক) নিরাপদ সড়ক চাই বিষয়ে দুজনের মধ্যে একটি সংলাপ রচনা কর ।
অথবা,
(খ) "তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? উদ্দীপকটি অনুসরণে একটি খুদে গল্প রচনা কর।
(ক) মেট্রোরেল ভ্রমণের আনন্দকে কেন্দ্র করে দুই বন্ধুর সংলাপ তৈরি কর।
অথবা, (খ) 'স্বপ্ন পূরণের আশা' শিরোনামে একটি খুদে গল্প লেখ।
(ক) সাম্প্রতিক 'জঙ্গিবাদ' সমস্যা প্রসঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকের সংলাপ রচনা করো।
অথবা,
(খ) প্রদত্ত উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প লেখো:
গ্রীষ্মের ছুটিতে দাদুবাড়ি যায় অনিক। নদীতে ভাসমান নৌকা দেখে মুহূর্তে সে হারিয়ে যায় শৈশবের কোনো এক স্মৃতিতে .....