১.বাংলা উচ্চারণের নিয়ম(৫)
(ক) ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
নুন্যতম, দূরবস্থা, শিরচ্ছে, হিনমন্যতা, মুমুর্ষ, শশ্মান, শান্তনা, ইতিমধ্যে।
(ক) উত্তরঃ
উদাহরণসহ ‘ব’ ফলা উচ্চারণের ৫টি নিয়ম:
১. ‘ব’ অথবা ‘ম’-এর সাথে ব-ফলা যুক্ত হলে ‘ব’-এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন- লম্ব (লম্বো), বিম্ব (বিম্বো) প্রভৃতি ।
২. প্রথম ব্যঞ্জনবর্ণে ব-ফলা সংযুক্ত হলে সে ব-ফলার কোনো উচ্চারণ হয় না। যেমন- স্বনাম (শনাম্), ধ্বনি (ধোনি), স্বাধিকার (শাধিকার্), স্বদেশ (শদেশ), স্বাগত (শাগতো) প্রভৃতি।
৩. শব্দের মধ্যে কিংবা শেষে ব-ফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ-দ্বিত্ব ঘটে থাকে। যেমন- বিশ্ব (বিশশো), বিদ্বান (বিদ্দান) প্রভৃতি ।
৪. উৎ (উদ্) উপসর্গযোগে গঠিত শব্দের ‘ৎ’ (দ্)-এর সাথে ব-ফলার ‘ব’ বাংলা উচ্চারণে লুপ্ত হয় না। যেমন- উদ্বেগ (উদ্বেগ), উদ্বোধন (উদ্বোধোন্) প্রভৃতি ।
৫. বাংলা শব্দে ‘ক’ থেকে সন্ধির সূত্রে আগত ‘গ’-এর সাথে ব-ফলা যুক্ত হলে ‘ব’-এর উচ্চারণ অপরিবর্তিত থাকবে। যেমন- দিগ্বিদিক (দিগ্বিদিক্), দিগ্বলয় (দিগ্বলয়), দিগ্বিজয় (দিগ্বিজয়) প্রভৃতি।
(খ) উত্তরঃ
অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
নুন্যতম | ন্যূনতম |
দূরবস্থা | দুরবস্থা |
শিরচ্ছেদ | শিরশ্ছেদ |
হিনমন্যতা | হীনহ্মন্যতা |
মুমুর্ষ | মুমূর্ষু |
শশ্মান | শ্মশান |
শান্তনা | সান্ত্বনা |
ইতিমধ্যে | ইতোমধ্যে |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) উচ্চারণ রীতি কাকে বলে? উদাহরণসহ বাংলা উচ্চারণের চারটি নিয়ম লেখো।
অথবা,
(খ) যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:
বৈয়াকরণিক, মুহূর্মুহু, প্রোজ্জলন, কুপমন্ডুক, পিপিলীকা, দিবারাত্রি, সুষ্ট, ষ্টেডিয়াম।
(ক) বাংলা 'অ' ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো:
ঐক্য, কবিতা, দক্ষ, বিজ্ঞান, ব্যতীত, মর্যাদা, সৃজনশীল, হিংস্র।
(ক) বিশুদ্ধ উচ্চারণ প্রয়োজন কেন আলোচনা কর।
অথবা, (খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অধ্যক্ষ, এখন, গণিত, তটিনী, ঐশ্বর্য, একা, দক্ষ, পদ্য।
(ক) 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো।
শ্রাবণ, রাষ্ট্রপতি, শ্রদ্ধাস্পদ, নক্ষত্র, অত্যাবশ্যক, দায়িত্ব, প্রেতাত্মা, প্রজ্ঞা।