৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) ভূমিকম্পকালীন করণীয় সম্পর্কে বন্ধুর প্রতি একটি ই-মেইল রচনা করো।
অথবা,
(খ) শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র রচনা করো।
(ক) উত্তরঃ
New Message
To: rakib@gmail.com
Cc:
Bcc:
Subject: ভূমিকম্পের সময় করণীয় প্রসঙ্গে।
Text:
প্রিয় রাকিব
আশা করি ভালো আছিস। আমিও ভালো আছি। তোকে আজ একটি বিষয়ে সচেতন করার জন্য লিখছি। তুই তো জানিস আজকাল প্রায়ই ভূমিকম্প হচ্ছে। বাংলাদেশ এখন বড়ো ধরনের ভূমিকম্পের ঝুঁকিতেও রয়েছে তাই ভূমিকম্পের সময় কী করা উচিত আর কী করা উচিত নয় তা জানা জরুরি। ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে ভবন থেকে নামার চেষ্টা করা উচিত নয়। কম্পন থামলে দ্রুত বেরিয়ে খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়াতে হবে। ঘরে থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে গ্যাসের চুলা বন্ধ করতে হবে। বিম, কলাম ও পিলার ঘেঁষেও আশ্রয় নেওয়া যেতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে থাকলে ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিতে হবে। ঘরের বাইরে থাকলে গাছ, উচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা জায়গা গিয়ে দাঁড়াতে হবে। আজ এটুকুই লিখছি। ভালো থাকিস।
ধন্যবাদান্তে,
সুমি।
(খ) উত্তরঃ
১৯ মে ২০২৪
অধ্যক্ষ,
জাজিরা ডিগ্রি কলেজ, শরীয়তপুর।
বিষয়: শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রসঙ্গে আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা একাদশ শ্রেণির শিক্ষার্থীরা আসন্ন গ্রীষ্মের ছুটি শিক্ষাসফরের মধ্য দিয়ে কাটাব বলে সিদ্ধান্ত নিয়েছি। এগারোসিন্ধু এলাকাকে শিক্ষাসফরের স্থান নির্বাচন করেছি। বাংলার বারোভূঁইয়াদের অন্যতম বীরযোদ্ধা ঈশা খাঁর স্মৃতিবিজড়িত এগারোসিন্ধু সফর করে আমরা ঈশা খাঁর আমলের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করতে চাই। এ সফরের স্থায়িত্ব হবে চার দিন। আমরা চাঁদা উত্তোলনের মাধ্যমে কিছু টাকা জোগাড় করেছি। অবশিষ্ট টাকা কলেজ ফান্ড থেকে পেলে আমাদের শিক্ষাসফর সফল হবে। আমরা আমাদের প্রত্যেকের অভিভাবকের অনুমতি নিয়েই এ শিক্ষাসফর শুরু করব। আপনার অনুমতি পেলেই আমরা সফরের একটি সুবিধাজনক তারিখ নির্ধারণ করতে পারি। অতএব, শিক্ষাসফরের অনুমতি দান ও আর্থিক সহযোগিতার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি।
নিবেদক,
মাহফুজ শাকুরী
সাধারণ সম্পাদক
কলেজ ছাত্র সংসদ
জাজিরা ডিগ্রি কলেজ, শরীয়তপুর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) তোমাদের কলেজে অনুষ্ঠিতব্য সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশবরেণ্য ব্যক্তিত্ব বরাবর একটি ই-মেইল তৈরি কর।
অথবা ,
(খ) তোমাদের এলাকায় বিজয় দিবস উদ্যাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।
(ক) বাংলা নববর্ষের উৎসব উপলক্ষ্যে বন্ধুর নিকট একটি চিঠি লিখ।
অথবা, (খ) তোমার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্যে একটি পত্র লেখো।
(ক) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটি ই-মেইল প্রেরণ করো।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'অফিসার পদে' নিয়োগলাভের জন্য একটি আবেদনপত্র রচনা করো।
(ক) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ই- মেইল প্রেরণ করো।
অথবা,
(খ) তোমার এলাকায় একটি রাস্তা সংস্কার সম্বন্দ্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশনার্থে একটি পত্র লেখো।