১১ সংলাপ / খুদেগল্প
(ক) মেট্রোরেল ভ্রমণের আনন্দকে কেন্দ্র করে দুই বন্ধুর সংলাপ তৈরি কর।
অথবা, (খ) 'স্বপ্ন পূরণের আশা' শিরোনামে একটি খুদে গল্প লেখ।
ক) উত্তরঃ
সবুজ : কী যে ভালো লাগছে নীল। মেট্রোরেলে চড়ে মুহূর্তেই আগারগাঁও চলে আসতে পারলাম তোমার সাথে দেখা করতে।
নীল : ঠিক বলেছ বন্ধু। মেট্রোরেল না থাকলে বাসে করে আসতে তোমার কয়েক ঘণ্টা লেগে যেত। ঢাকাবাসীর জন্য মেট্রোরেল যেন আশীর্বাদ।
সবুজ : আধুনিক যোগাযোগ ব্যবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ মেট্রোরেল ব্যবহার করে আসছে। আমরাও পিছিয়ে রইলাম না। দ্রুততর যোগাযোগের জন্য এটি আমাদের খুব প্রয়োজন ছিল।
নীল : উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে এতেই আমরা এর সুফল ভোগ করছি। এটা যখন কমলাপুর পর্যন্ত চালু হবে তখন জ্যামের অভিশাপ থেকে আমরা বহুলাংশে মুক্তি পাব। ভেবেই আনন্দ লাগছে। আহা!
সবুজ : পুরো ঢাকার জন্যই সরকার মেট্রোরেল তৈরির পদক্ষেপ গ্রহণ করেছে। এখন শুধু সেই পদক্ষেপ বাস্তবায়নের প্রতীক্ষা।
নীল : ঠিক বলেছ। আধুনিক বিজ্ঞানের চমকপ্রদ এই আবিষ্কার যেন মানুষের চলার গতি বাড়িয়ে দিয়েছে। এই ঘন জনবসতির শহরে মেট্রোরেল স্বস্তির বাতাসের মতোই সুন্দর।
খ) উত্তরঃ
স্বপ্ন পূরণের পথে
কত স্বপ্ন আর আশা নিয়ে ঢাকা এসেছিল রাকিব। কিন্তু হঠাৎ একদিন গাড়ি দুর্ঘটনায় তার দুটি পা হারিয়ে ফেলে সে। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় তার ওপর পরিবারের সবাই ভরসা করে আছে। এমন সময় এত বড় দুর্ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। রাকিবও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। বাবা-মা অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে পরিবারের হাল ধরবে বলে। কিন্তু একটি দুর্ঘটনা তাদের সকল স্বপ্ন-সাধ ভেঙ্গে চুরমার করে দেয়। হাসপাতালের মেঝেতে শুয়ে রাকিব ভাবতে থাকে তার অনাগত ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে। যে পায়ের উপর ভর করে সে নতুনভাবে পথ চলার স্বপ্ন দেখেছে, সে পা দুটো আজ নেই। কিন্তু স্বপ্ন? স্বপ্নতো আর থেমে থাকতে পারে না। রাকিব নড়েচড়ে বসে। আমাকে ঘুরে দাঁড়াতেই হবে— এই দৃঢ় প্রত্যয় নিয়ে সে আবার স্বপ্ন দেখে। তার ভাবনায় জেগে ওঠে, যখন সাইক্লোন হয় তখন সকল গাছপালার ওপর দিয়ে কতনা ঝড় বয়ে যায়। ভাঙ্গা ডালপালা আর মুন্ডহীন গাছ তখন আবার নতুন করে বেচে ওঠে। তবে আমি কেন হেরে যাব? আমারতো বুদ্ধি-চিন্তা, হাত-চোখ, মাথা অক্ষত আছে। আমিও পারব। পারতেই হবে। রাকিব তার এক বন্ধুর সহায়তায় কম্পিউটার শেখে। সে ভালো ইংরেজি লিখতে ও বলতে পারে। গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ওয়েব ডিজাইন শিখে মাত্র তিন মাসের মধ্যেই সে ফ্রিল্যান্সার হিসেবে নিজের জায়গা গড়ে তোলে। প্রথম মাসেই তার আয় হয় প্রায় দশ হাজার টাকা। মাত্র ছয় মাসের ব্যবধানে তার মাসিক আয় বেড়ে দাড়ায় ষাট হাজার টাকা। তার পঙ্গুত্ব এখন আর তার জন্য কোন বাধা নয়। বরং তাকে এখন বিভিন্ন ফ্রি-ল্যান্সিং প্রতিষ্ঠান মোটিভেশনাল স্পিকার হিসেবে আমন্ত্রণ জানায়। নিজের স্বপ্ন পূরণ করে সে হয়ে ওঠে অসংখ্য যুবকের স্বপ্ন দেখানোর একজন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) নিরাপদ সড়ক চাই বিষয়ে দুজনের মধ্যে একটি সংলাপ রচনা কর ।
অথবা,
(খ) "তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? উদ্দীপকটি অনুসরণে একটি খুদে গল্প রচনা কর।
(ক) 'সাম্প্রদায়িক সম্প্রীতি ও আবহমান বাংলাদেশ' বিষয়ে পিতা ও কন্যার সংলাপ রচনা কর।
অথবা,
(খ) নিচের উদ্দীপক অনুসরণ করে একটি খুদে গল্প লেখ।
হেমন্তের পড়ন্ত বিকেল। খালের ধারের আমগাছটার নিচে বসে আছে আয়মান। হঠাৎ পিছনে কারো পায়ের শব্দ শুনে চমকে উঠলো সে।....
(ক) 'নিরাপদ সড়ক চাই' বিষয়ে দুজনের মধ্যে একটি সংলাপ রচনা কর।
অথবা,
(খ) প্রদত্ত সংকেত অনুসরণে 'রক্তদানের পূণ্য' শিরোনামে একটি খুদেগল্প রচনা কর।
মহান শহিদ দিবসে শহিদ মিনারের পাদদেশে রক্তদান কর্মসূচি চলছে। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ডা. সাদমান সেখানে উপস্থিত হলেন ...
(ক) বই মেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
অথবা,
(খ) হারানো শিশু ও পথচারীর মাঝে একটি সংলাপ তৈরি কর।