৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের প্রেরণের জন্য একটি ই-মেইল রচনা করো।
অথবা,
(খ) তোমার কলেজের সামনের রাস্তাটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লেখো।
(ক)
From: | rabbani@gmail.com |
|---|---|
To: | prova07@gmail.com, suison28@gmail.com, piashdu@gmail.com |
cc: | |
Subject | মোবাইল ফোনের অপব্যবহার। |
Text:
বন্ধুরা,
আজ এক সেমিনারে মোবাইল ফোনের অপব্যবহারের কুফল সম্পর্কে জেনে এলাম। অত্যধিক মোবাইল ফোন ব্যবহার আমাদের শরীর ও মনে বিরূপ প্রভাব ফেলে। অধিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করে, গেইম খেলে, মোবাইল ফোনে বেশিক্ষণ কথা বলে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলছি। আমরা খেলাধুলা না করে, বই না পড়ে, মোবাইলে অধিক সময় ব্যয় করছি যা আমাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপে আমাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নষ্ট করছে। তাই বন্ধুরা তোমরা মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকো।
গোলাম রব্বানী
অথবা,
(খ).
উত্তর:
২২শে মে, ২০১৯
বরাবর সম্পাদক
দৈনিক জনকণ্ঠ
২৪/এ রাশেদ খান মেনন রোড,
ঢাকা।
বিষয়: প্রেরিত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আপনার সম্পাদিত ও বহুল প্রচারিত দৈনিক 'জনকণ্ঠ' পত্রিকাটি দীর্ঘদিন ধরে সমাজের নানা ত্রুটি বিচ্যুতি নিয়ে সংবাদ একাশের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে আমার কলেজের সামনের মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বালিগাঁও পর্যন্ত রাস্তাটির সংস্কার আবশ্যক।
অতএব, জনাবের নিকট আবেদন নিম্নলিখিত অতি প্রয়োজনীয় চিঠিটি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আপনার পত্রিকায় প্রকাশ করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
ক
মুন্সিগঞ্জ
"রাস্তা সংস্কার চাই"
মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত লৌহজং থানা থেকে বালিগাঁও পর্যন্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত করে। উক্ত রাস্তায় একাধিক প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজসহ বেশ কিছু মসজিদ ও মাদ্রাসা রয়েছে। কলমা ও বালিগাঁও বাজারের ক্রেতা-বিক্রেতা ব্যবসায়ী, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসসমূহের কর্মচারী-কর্মকর্তাসহ সকলকেই এই পথ দিয়ে যাতায়াত করতে হয়। এছাড়াও জেলা সদরের সাথেও যোগাযোগ করার এটি অন্যতম রাস্তা। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি পাকা না হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থায় ধীরগতির সৃষ্টি হয়, পাশাপাশি প্রতিবছর বর্ষায় এই রাস্তার বহুস্থান ক্ষতিগ্রস্ত হয়ে জনগণের দুর্ভোগ চরমে পৌছায়। গতবছরের বর্ষায় রাস্তাটির ক্ষতিগ্রস্ত অংশ এখনো ঠিক করা হয়নি। জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে আমরা রাস্তাটি পাকা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নূরপুর গ্রামবাসীর পক্ষে- মাহফুজ কারীম
* [এখানে দেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) তোমাদের কলেজে অনুষ্ঠিতব্য সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশবরেণ্য ব্যক্তিত্ব বরাবর একটি ই-মেইল তৈরি কর।
অথবা ,
(খ) তোমাদের এলাকায় বিজয় দিবস উদ্যাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।
(ক) বাংলা নববর্ষের উৎসব উপলক্ষ্যে বন্ধুর নিকট একটি চিঠি লিখ।
অথবা, (খ) তোমার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্যে একটি পত্র লেখো।
(ক) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটি ই-মেইল প্রেরণ করো।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'অফিসার পদে' নিয়োগলাভের জন্য একটি আবেদনপত্র রচনা করো।
(ক) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ই- মেইল প্রেরণ করো।
অথবা,
(খ) তোমার এলাকায় একটি রাস্তা সংস্কার সম্বন্দ্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশনার্থে একটি পত্র লেখো।