১.বাংলা উচ্চারণের নিয়ম(৫)
(ক) ম-ফলা উচ্চারণের- যে কোন পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অহরহ, ইতোমধ্যে, উহ্য, ঐক্য, গ্রীষ্ম, দক্ষ, প্রথম, শ্রবণ।
ক) উত্তর:
১.শব্দের প্রতমে ম-ফলা থাকলে ম-ফলা উচ্চারণ হয় না।যেমনঃস্মরণ>শোঁরণ,শ্নশান>শঁশান ,ইত্যাদি।
২.শব্দের মাঝখানে ম-ফলা থাকলে ম-ফলার উচ্চারণ হয় না।যেমনঃবিষ্ময়>বিশশোঁয়।
৩.শব্দের শেষে ম-ফলা থাকলে ম-ফলা উচ্চারণ হয় না।যেমনঃগ্রীষ্ম>গ্রিশশো,পদ্ম>পদদো।
৪.ন,ট,ংং,গ,ণ,ম,ল- এ বর্ণগুলোর যে কোন বর্ণের সজ্ঞে ম-ফলা যুক্ত হলে ম-ফলা উচ্চারণ হয়।যেমনঃবাগ্নী>বাগমি,জন্ম>জনমো।
৫.যুক্তব্যঞ্জনের সজ্ঞে ম-ফলা যুক্ত হলে, ম-ফলা উচ্চারণ হয় না।যেমনঃ যক্ষা>জোকখা,লক্ষন>লকখোন ইত্যা।
খ) উত্তরঃ
অহরহ, ইতোমধ্যে, উহ্য, ঐক্য, গ্রীষ্ম, দক্ষ, প্রথম, শ্রবণ।
শব্দ | উচ্চারণ |
অহরহ | অহ-রহ |
ইতোমধ্যে | ইতোমধ্যে |
উহ্য | উজ্ ঝো |
ঐক্য | ওইক্ কো |
গ্রীষ্ম | গ্রিশ্ শোঁ |
দক্ষ | দোক্ খো |
প্রথম | প্রোথোম্ |
শ্রবণ | স্রোবোন্ |
(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের আধুনিক নিয়ম অনুসারে অ তৎসম শব্দের যে কোনো পাঁচটি বানান সূত্র উদাহরণসহ লিখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
আকাংখা, উজ্জল, কুজ্জটিকা, পিপিলিকা, আশাঢ়, শান্তনা, গীতাঞ্জলী, পিত্রিদত্ত।
(ক) উচ্চারণ রীতি কাকে বলে? ম-ফলা উচ্চারণের চারটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
কঠিন, প্রবন্ধ, আবৃত্তি, মানুষ, ছাত্রজীবন, সৌরজগৎ, ধর্ম, প্রায়শ্চিত।
(ক) 'অ' ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
পর্যন্ত, মধ্যাহ্ন, জিহ্বা, দেখা, ধন্যবাদ, জয়ধ্বনি, স্মৃতি, এক।
(ক) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
আহ্লাদি, পুনঃপুন, মনোমালিন্য, অদ্য, জনশ্রুতি, জিহ্বা, ঐক্য, উদ্যোগ।
অথবা,
(খ) ণ-ত্ব বিধান কাকে বলে? ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।