২.বাংলা বানানের নিয়ম(৫)
(ক) যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো:
i. এটা একটা লজ্জাস্কর ব্যাপার।
ii. মাতাহীন শিশুর কী দুঃখ।
iii. অশ্রু জলে তার বুক ভেসে গেল।
iv. দৈন্যতা সব সময় প্রশংসনীয় নহে।
v. সকল সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন।
vi. বিরাট গরু ছাগলের হাট।
vii. খাঁটি গরুর দুধ।
viii. একটা গোপনীয় কথা বলি।
অথবা,
(খ) নিচের অনুচ্ছেদে অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখো: আজিকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনোযোগি। বানান শুদ্ধতম করে লেখার ব্যাপারে তাহারা তো সচেষ্টিত নয়ই বরং অবস্থাদৃষ্টিতে মনে হয়, তাহারা যেন ভুল করিবার প্রতিযোগিতায় অবতির্ণ হয়েছে।
(ক). উত্তর:
i. এটা একটা লজ্জাস্কর ব্যাপার।
উত্তর: এটা লজ্জাকর ব্যাপার।
ii. মাতাহীন শিশুর কী দুঃখ।
উত্তর: মাতৃহীন শিশুর কী দুঃখ !
iii. অশ্রু জলে তার বুক ভেসে গেল।
উত্তর:চোখের জলে তার বুক ভেসে গেল ।
iv. দৈন্যতা সব সময় প্রশংসনীয় নহে।
উত্তর: দীনতা / দৈন্য সবসময় প্রশংসনীয় নহে ।
v. সকল সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন।
উত্তর: সকল সভ্য/সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন।
vi. বিরাট গরু ছাগলের হাট।
উত্তর: গরুছাগলের বিরাট হাট।
vii. খাঁটি গরুর দুধ।
উত্তর: গোরুর খাঁটি দুধ ।
viii. একটা গোপনীয় কথা বলি।
উত্তর: একটা গোপন কথা বলি।
অথবা,
(খ)
উত্তর: আজকাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী। বানান শুদ্ধ করে লেখার ব্যাপারে তারা তো সচেষ্ট নয়ই, বরং অবস্থা দেখে মনে হয় তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
কৃতীত্ব, কর্ণেল, বুৎপত্তি, ব্যঙ, পিপিলিকা, নিরপরাধী, নিক্কণ, স্নেহাশীষ।
(ক) বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
অথবা,
(খ) যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো:
মনোপুত, আবিস্কার, শ্রদ্ধাঞ্জলী, সমিচীন, পৈত্রিক, অনুসুয়া, ভূবন, সুধি।
(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের আধুনিক নিয়ম অনুসারে অ তৎসম শব্দের যে কোনো পাঁচটি বানান সূত্র উদাহরণসহ লিখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
আকাংখা, উজ্জল, কুজ্জটিকা, পিপিলিকা, আশাঢ়, শান্তনা, গীতাঞ্জলী, পিত্রিদত্ত।
(ক) ণত্ব বিধান কী? ণত্ব বিধানের চারটি নিয়ম উদাহরণসহ লেখো।
অথবা, (
খ) যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো।
প্রানীবিদ্বা, ঐক্যতান, ভৌগলিক, পৈত্রিক, শারিরীক, মুমুর্ষ, সম্বর্ধনা, শিরচ্ছেদ।