বাংলা উচ্চারণের নিয়ম

(ক) 'য' ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:

ফলশ্রুতি, ক্ষুদ্রতম, হিংস্র, সমন্বয়, দীনবন্ধু, ব্রহ্মপুত্র, বিজ্ঞপ্তি, প্রত্যক্ষ।

MC 23

ক) উত্তরঃ

য-ফলার উচ্চারণ:
১. য-ফলার পর ব্যঞ্জনধ্বনি বা অ, আ, ও ধ্বনি থাকলে য-ফলা ‘অ্যা’ উচ্চারিত হয়। যেমন— ব্যবহার (ব্যাবোহার্‌), ব্যস্ত (ব্যাস্‌তো) ইত্যাদি।
২. য-ফলার পরে ‘ই’ ধ্বনি থাকলে য-ফলা ‘এ’ উচ্চারিত হয়। যেমন— ব্যক্তি (বেক্‌তি), ব্যতীত (বেতিতো) ইত্যাদি।
৩. য-ফলা শব্দের মাঝে বা শেষে থাকলে ‘দ্বিত্ব’ উচ্চারিত হয়। যেমন— বিদ্যুৎ (বিদ্‌দুত্‌), বিদ্যা (বিদ্‌দা) ইত্যাদি।

৪. শব্দের প্রথমে য-ফলার সাথে উ-কার, ঊ-কার, ও-কার থাকলে য-ফলার উচ্চারণ হয় না। যেমন— দ্যুতি (দুতি), জ্যোতি (জোতি) ইত্যাদি।
৫. ‘হ’-এর পর য-ফলা থাকলে য-ফলা ‘জ্‌ঝ’ উচ্চারিত হয়। যেমন— সহ্য (শোজ্‌ঝো), গ্রাহ্য (গ্রাজ্‌ঝো) ইত্যাদি।

খ) উত্তরঃ

শব্দ

উচ্চারণ

ফলশ্রুতি

ফলোস্ স্রুতি

ক্ষুদ্রতম

খুুদ্ দ্রোতমো

হিংস্র

হিংস্রো

সমন্বয়

শমোন্ নয়্

দীনবন্ধু

দিনবোন্ ধু

ব্রহ্মপুত্র

ব্রোমহোপুতত্রো

বিজ্ঞপ্তি

বিগ্ গোঁপ্ তি

প্রত্যক্ষ

প্রোত্ তোক্ খো

বাংলা উচ্চারণের নিয়ম টপিকের ওপরে পরীক্ষা দাও