৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র

(ক) শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে অধ্যক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখো।

অথবা,

(খ) তোমার দেখা বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।

Ctg C 23

(ক) উত্তরঃ

২২শে জুলাই, ২০২০
বরাবর
অধ্যক্ষ
চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।
বিষয় : শিক্ষাসফরে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ ও অনুমতির জন্য আবেদন।
জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার স্কুলের দশম শ্রেণির ছাত্রছাত্রী। সামনের মাসের প্রথম সপ্তাহে আমরা শিক্ষাসফরে যাওয়ার মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। পাঠ্যসূচিভুক্ত তত্ত্বীয় জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনে শিক্ষাসফরের কোনো বিকল্প নেই, সে বিষয়ে সম্মানিত শিক্ষকমণ্ডলী প্রায়ই আমাদেরকে অবগত করেন। বাস্তবিকই শিক্ষাসফর শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বিষয়টা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, সে বিষয়টা পড়ার পাশাপাশি যদি বাস্তবে তার সঙ্গে পরিচিত হওয়া যায় তবে তা সে জ্ঞানলাভে আরও বেশি ফলপ্রসূ হবে, সে ব্যাপারে আপনি আমাদের চেয়েও ভালো জানেন। তাই আপনার অনুমতিসাপেক্ষে আমরা বগুড়ার মহাস্থানগড়ে পড়েছি, এবার এ ঐতিহাসিক স্থানটি বাস্তবে দেখতে চাই। বর্ধিত করতে চাই মহাস্থানগড় সম্পর্কে আমাদের জানার পরিধি। 

অতএব, মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা, আমাদেরকে শিক্ষাসফরের অনুমতি ও প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দিয়ে বাধিত করবেন। 
নিবেদক

চট্টগ্রাম কলেজ এর ছাত্রছাত্রীদের পক্ষে,

সিরাজ।

(খ) উত্তরঃ

To : angel@gmail.com

Cc :

Bcc :

Subject: বাংলাদেশের একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য।

প্রিয় অ্যাঞ্জেল,

শুভেচ্ছা ও ভালোবাসা নিও।

সম্প্রতি আমি চন্দ্রদ্বীপ নামে একটি সুন্দর সুজলা-সুফলা, ছায়া সুনিবিড় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি। বাংলাদেশের সবুজ রূপবৈচিত্র্যে অপরূপা এই গ্রামটি একটি ছোট নদীর তীরে অবস্থিত। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ শস্য- শ্যামল রূপমুগ্ধ গ্রাম সম্পর্কে বলেছেন, 'আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে এই বাংলায়...।' বাংলার নিসর্গ বিচিত্র রঙে রঙিন। অপূর্ব দীপ্তিতে উজ্জ্বল এই গ্রাম দেখার জন্য তোমাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। গ্রামের মানুষের আন্তরিক আতিথেয়তায় তুমি মুগ্ধ হবে। মায়াময় গ্রামীণ সৌন্দর্য তোমার অন্তরকে ভরিয়ে দেবে প্রেমে ও ভালোবাসায়। আজ আর নয়। ভালো থেকো।

তোমার বন্ধু

সজল।

৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো