সমাস

(ক) সমাস কাকে বলে? বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো।

অথবা, (খ) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো (যেকোনো পাঁচটি):

জেলে, সৃষ্টি, দৈনিক, ক্রেতা, উক্তি, নকলনবিশ, বিনয়, সৌন্দর্য।

DB 17

ক) উত্তরঃ

পরস্পর অর্থসংগতিবিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম সমাস। 'সমাস' শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাসের মাধ্যমে দুই বা ততোধিক পদের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়।

সমাসের প্রয়োজনীয়তা: বাংলা ভাষায় শব্দ গঠনে সমাসের প্রয়োজনীয়তা অপরিহার্য। কেননা সমাস শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি। এর মাধ্যমে দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হয়। এতে ভাষা সহজ ও সুন্দর হয় এবং খুব সংক্ষেপে আমরা মনের অভিব্যক্তি প্রকাশের সুযোগ পাই। 'সমাস' শব্দের প্রকৃতিগত অর্থ সংক্ষেপণ। যেমন: 'সিংহ চিহ্নিত যে আসন' না বলে 'সিংহাসন' বললে অর্থ ব্যঞ্জনাময় ও সংক্ষিপ্ত হয়ে নতুন রূপ ধারণ করে। সমাসের যথাযথ ব্যবহারের মাধ্যমে অল্প কথায় অধিকতর ভাব প্রকাশ করার ক্ষমতা আয়ত্ত হয়; ভাষা সুশৃঙ্খল, শ্রুতিমধুর ও প্রাঞ্জল হয়। নতুন নতুন শব্দ সৃষ্টির মাধ্যমে সমাস শব্দের ঐশ্বর্য বৃদ্ধি করে ভাষার প্রকাশ ক্ষমতা বাড়িয়ে দেয়। সাহিত্য নির্মাণের ক্ষেত্রে এবং পরিভাষা সৃষ্টিতে সমাস বিশেষ সহায়তা করে থাকে। তাই বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তাকে অস্বীকার করার উপায় নেই।

খ) উত্তরঃ

গঠিত শব্দ

প্রকৃতি ও প্রত্যয়

প্রত্যয়ের নাম

জেলে

জাল + ইয়া

তদ্ধিত প্রত্যয়

সৃষ্টি

\sqrt{} সৃজ্ + তি

কৃৎ প্রত্যয়

দৈনিক

দিন + ইক

তদ্ধিত প্রত্যয়

ক্রেতা

\sqrt{} ক্রী + তৃ

তদ্ধিত প্রত্যয়

উক্তি

\sqrt{} বচ্ + তি

কৃৎ প্রত্যয়

নকলনবিশ

নকল + বিশ

তদ্ধিত প্রত্যয়

বিনয়

বি + \sqrt{}নী + অ

কৃৎ প্রত্যয়

সৌন্দর্য

সুন্দর + য

তদ্ধিত প্রত্যয়

সমাস টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

(ক) "উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে।"- আলোচনা কর।

অথবা,

(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:

প্রতিদান, সুচেতনা, বাংলাদেশ, নদীমাতৃক, সৈন্যসামন্ত, সপ্তর্ষি, স্বাধীনতা, চরণকমল।

(ক) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:

অনৈক্য, আয়কর, কথামৃত, চৌচালা, রান্নাঘার, ঢাকাশহর, দ্বীপ।

অথবা,

(খ) উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে- ব্যাখ্যা কর।

(ক) উপসর্গ কাকে বলে? উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে।- আলোচনা কর।

অথবা,

(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:

প্রাণপাখি, আরক্তিম, শীতাতপ, কানাকানি, রাঘবদাস, উপবন, তুষারধবল, আশীবিষ।

'ষড়ঋতু' কোন সমাস?