লিখিত ও অন্যান্য
ক) মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিকর দিকগুলো উল্লেখ করে তোমার বন্ধুকে একটি বৈদ্যুতিক চিঠি লেখো।
অথবা
খ) কোনো কলেজে 'প্রভাষক' পদে নিয়োগ লাভের জন্য আবেদন লেখো।
(ক)
From: | rabbani@gmail.com |
|---|---|
To: | prova07@gmail.com, suison28@gmail.com, piashdu@gmail.com |
cc: | |
Subject | মোবাইল ফোনের অপব্যবহার। |
Text:
বন্ধুরা,
আজ এক সেমিনারে মোবাইল ফোনের অপব্যবহারের কুফল সম্পর্কে জেনে এলাম। অত্যধিক মোবাইল ফোন ব্যবহার আমাদের শরীর ও মনে বিরূপ প্রভাব ফেলে। অধিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করে, গেইম খেলে, মোবাইল ফোনে বেশিক্ষণ কথা বলে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলছি। আমরা খেলাধুলা না করে, বই না পড়ে, মোবাইলে অধিক সময় ব্যয় করছি যা আমাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপে আমাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নষ্ট করছে। তাই বন্ধুরা তোমরা মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকো।
গোলাম রব্বানী
(খ)
উত্তরঃ
২০.০৩. ২০২৩
বরাবর
অধ্যক্ষ,
ফুলবাড়ীয়া মহাবিদ্যালয় ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।
বিষয়: প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদন।'
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ৬ মার্চ, ২০২৩ তারিখের 'দৈনিক ক' পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে বাংলা বিষয়ে একজন প্রভাষক নিয়োগ করা হবে। উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য নিচে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলি পেশ করলাম-
১. নাম : মো. রেজাউল করিম শাহীন
২. পিতার নাম : মো. আব্দুল কাদের ফরাজী
8. স্থায়ী ঠিকানা : গ্রাম- জোরবাড়ীয়া, ডাকঘর- ফুলবাড়ীয়া, থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহ।
৫. বর্তমান ঠিকানা : বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
৬. জন্ম তারিখ (এস.এস.সি সনদ অনুযায়ী): ১০. ০২. ১৯৮৮।
৭. ধর্ম : ইসলাম।
৮. জাতীয়তা : বাংলাদেশি।
৯. শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম | প্রাপ্ত বিভাগ/ গ্রেড | পাসের সন | বোর্ড/বিশ্বদ্যিালয় |
|---|---|---|---|
এস.এস.সি | A+ | ২০১২ | ঢাকা বোর্ড |
এইচ.এস.সি | A | ২০১৪ | ঢাকা বোর্ড |
বি. কম | B | ২০১৭ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
১৩. অভিজ্ঞতা : গত ০৬. ০৪. ২০১২ তারিখ হতে লেকচার পাবলিকেশন্স লি.-এর বাংলা বিভাগে কর্মরত আছি এবং বর্তমানে উপব্যবস্থাপকের দায়িত্ব পালন করছি।
অতএব,
মহোদয়ের নিকট প্রার্থনা, উল্লিখিত তথ্যাবলির ভিত্তিতে ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমার মেধা ও দক্ষতা যাচাইপূর্বক উক্ত পদে নিয়োগ প্রদান করলে আমার কর্মদক্ষতার দ্বারা আপনার সন্তুষ্টি বিধানে সচেষ্ট থাকব।
নিবেদক-
মো. রেজাউল করিম।
সংযুক্তি :
১. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
২. নাগরিকত্বের সনদপত্র।
৩. চারিত্রিক সনদপত্র।
৪. সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি।
৫. অভিজ্ঞতার সনদপত্র।
৬. শিক্ষক নিবন্ধন পরীক্ষার সত্যায়িত সনদপত্র।
৭. ৩০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট।
[বি. দ্র. পত্রের শেষে ডাকটিকেট সংবলিত খাম, ঠিকানা ব্যবহার অপরিহার্য।]
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found