অ্যামিনো এসিড ও প্রোটিন

খাবার চালে বিদ্যমান প্রোটিন কোনটি?

আজিবুর স্যার

গুটেলিন (Glutelins) : এরা পানি ও লবণে অদ্রবণীয়। লঘু এসিড বা লঘু ক্ষার দ্রবণে দ্রবণীয়। তাপে এরা জমাট বাঁধে না। শস্যদানায় এ জাতীয় প্রোটিন অধিক থাকে। গমের গ্লুটেনিন (glutenin) এবং চালের অরাইজেনিন (orygenin) গ্লুটেলিন প্রোটিনের উদাহরণ।

অ্যামিনো এসিড ও প্রোটিন টপিকের ওপরে পরীক্ষা দাও