কারক ও বিভক্তি
“খিলিপান দিয়ে ঔষধ খাবে”। বাক্যে খিলিপান দিয়ে কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে পঞ্চমী
অপাদানে পঞ্চমী
অধিকরণে সপ্তমী
অধিকরণে তৃতীয়া
খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে। এখানে খিলিপান দিয়ে অধিকরণ কারক এবং তৃতীয়া বিভক্তি বোঝায়।
'স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না'। এখানে 'স্কুল' কোন কারকে কোন বিভক্তি?
এ সাবানে কাপড় কাঁচা চলবে না'- এখানে 'সাবানে' কোন কারক?
'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' এখানে কারক-বিভক্তি বিচারে 'স্বাধীনতার' হলো-
‘পৃথিবীতে কে কাহার' এখানে 'পৃথিবীতে' কোন কারকে কোন বিভক্তি?