আপেক্ষিক বেগ সংক্রান্ত ও বৃষ্টি ছাতা
খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে 15 মিনিটের ব্যবধানে দুটি ট্রেন ছাড়ে। ট্রেন দুটির বেগ 48 কি.মি./ঘণ্টা। খুলনাগামী অপর একটি ট্রেন যদি এদেরকে 5 মিনিটের ব্যবধানে অতিক্রম করে তবে, খুলনাগামী ট্রেনের বেগ কত কি.মি./ঘণ্টা?
15 মিনিটের ব্যবধানে দুটি ট্রেন ছেড়ে গেলে এদের মধ্যবর্তী দূরত্ব,
5 মিনিটের ব্যবধানে অতিক্রম করলে 12 km 5 মিনিটে অতিক্রম করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একটি লোক 4 km/h বেগে সোজা পূর্ব দিকে যাওয়ার সময় দেখল বাতাস উত্তর পূর্বদিক হতে 4√2 km/h বেগে প্রবাহিত হচ্ছে। বাতাসের প্রকৃত গতিবেগ-
দুইটি বাস A ও B পরস্পর সমকোণে মিলিত দুইটি সোজা রাস্তা দিয়ে যথাক্রমে 40 Km/h & 30 Km/h বেগে চলছে।B বাসের সাপেক্ষে A বাসের আপেক্ষিক বেগ কত ?
10 মি./সে. বেগে চলমান একজন লোককে 10 মি./সে.বেগে খাড়া দিক নিচের দিকে বৃষ্টি হতে রক্ষা পেতে অনুভুমিকের সাথে কত কোণে ছাতা ধরতে হবে?
কোনো সাইকেল আরোহী কত বেগে চললে 45° কোণে 8 মি/সে. বেগে পড়ন্ত বৃষ্টির ফোটা তার গায়ে খাড়াভাবে পড়বে?