জলজ, মরুজ ও লবণাক্ত পরিবেশে জীবের অভিযোজন প্রক্রিয়া

খুলনা,  পটুয়াখালী ও সাতক্ষীরা কিছুই এলাকা নিয়ে প্রায় ০.৬১ হেক্টর বনভূমি গঠিত। এ অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীগুলো  জোয়ার ভাটায় অভিযোজিত হয়েছে। এরা অন্য এলাকায় জীবন ধারণ করতে পারে না। 

উষ্ণ এলাকায় উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য হলো— 

  1. মাটি সবসময় কর্দমাক্ত থাকে

  2. এদের পাতাগুলো মসৃণ ও চকচকে দেখায়

  3. কান্ডের নিম্নভাগে ঠেস মূল উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?

মাজদো বেগম ম্যাম

সমুদ্র উপকূলবর্তী জোয়ার ভাঁটা অঞ্চলে যে বিশেষ ধরনের হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মে তারা ম্যানগ্রোভ উদ্ভিদ।

বৈশিষ্ট্য :

  • কান্ড ও পাতা রসালো হয়।

  • এদের স্তম্ভমূল বা ঠেসমূল থাকে যা মাটির সামান্য নিচে বিস্তৃত থাকে।

  • শ্বাসমূল বা নিউমেটোফোর সৃষ্টি হয়।

  • মূলের অভ্যন্তরে বড় বড় বায়ুকুঠুরী থাকে।

  • জরায়ুজ অঙ্কুরোদগম হয়।

জলজ, মরুজ ও লবণাক্ত পরিবেশে জীবের অভিযোজন প্রক্রিয়া টপিকের ওপরে পরীক্ষা দাও