গত ডিসেম্বরে পুরো পরিবার নিয়ে সেন্টমার্টিনে বেড়াতে গিয়েছিলেন মুহিত সাহেব। আড়ম্বরহীন দরিদ্র মানুষের আবাসস্থল এই ছোটো দ্বীপে গিয়ে অভিভূত হয়ে গেলেন তিনি । পৃথিবীর অনেক দ্বীপ-দ্বীপান্তরের চেয়ে সেন্টমার্টিনের সৌন্দর্য তার কাছে অতুলনীয় বলে মনে হয়েছে।
'ছবি' কবিতার আলোকে উদ্দীপকের সেন্টমার্টিনকে বলা যায় -
i. ছবির মতো দেশ
ii. মনোহারী স্পট
iii. অকৃত্রিম উপাদানের শিল্প
নিচের কোনটি সঠিক?