সমাস
'গায়ে-হলুদ, হাতেখড়ি' এগুলো কোন সমাস?
গায়েহলুদ = গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে। মধ্যপদলোপী বহুব্রীহি - বোর্ড বই
আবার, বোর্ড বইয়েরই ৬৬ নং পৃষ্ঠাতে লেখা - 'গায়ে-হলুদ' অলুক বহুব্রীহি'
অলুক বহুব্রীহি - ডঃ সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষা এবং ডঃ হায়াৎ মামুদের ভাষা শিক্ষা অনুসারে।
এছাড়া ডঃ সৌমিত্র শেখর আলাদা করে এটার সম্পর্কে বইতে লিখেছেন, "মুণির চৌধুরী ও অন্যান্য রচিত বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থে গায়েহলুদকে মধ্যপদলোপী বহুব্রীহি লেখা হয়েছে, যা সঠিক নয়।"
আমরা, বোর্ড বইয়েরটা উত্তর হিসেবে নিলাম না। তাদের তথ্যে গরমিল দেখা যাচ্ছে, দুই পেজে দুই রকম লেখা।
এছাড়াও, উল্লেখ্য যে, বোর্ড বইতেও আমরা এর আগে ভুল পেয়েছি। বাংলা একডেমীর বই থেকে সেই ভুলগুলো নিশ্চিতও করা হয়েছিল।
যাইহোক, আমরা সকল তথ্য সামনে এনে দিলাম। পরীক্ষায় আসলে আপনারা নিজেদের বিবেচনা থেকে উত্তর করবেন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই