মঙ্গলকাব্য
'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
জয়দেব (বারো'শ শতকের কবি) ছিলেন সংস্কৃত কবি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয়নদের তীরবর্তী কেন্দুবিল্ব বা কেঁদুলি গ্রামে তার জন্ম। জয়দেব ছিলেন লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম। কারও মতে, তিনি কিছুকাল উৎঙ্কল রাজেরও সভাপণ্ডিত ছিলেন। জয়দেবের বিখ্যাত রচনা 'গীতগোবিন্দম্' (গীতগোবিন্দ) একটি সংস্কৃত গীতিকাব্য। রাধাকৃষ্ণের প্রেমলীলা এর মুখ্য বিষয়, যা ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীতের সমন্বয়ে ১২টি সর্গে বিভক্ত। কাব্যের নায়ক-নায়িকা রাধা-কৃষ্ণ হলেও তাদের প্রতীকে জীবাত্মা-পরমাত্মার সম্পর্ক এবং নর-নারীর চিরন্তন প্রেমই এর মূলবক্তব্য। রাগমূলক গীতসমূহ এ কাব্যের শ্রেষ্ঠ সম্পদ। এ কাব্যের একটি প্রধান বৈশিষ্ট্য হলো এতে চরণ শেষে অন্ত্যমিল অনুসৃত হয়েছে, যা সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে প্রায়শই দুর্লভ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found