কৃতকাজ
গ্যাসকর্তৃক কৃতকাজ সম্পন্ন হলে নিচের কোনটি প্রযোজ্য?
W=PdV তাই, W∝V। আর তাই গ্যাসকর্তৃক কৃতকাজ সম্পন্ন হলে আয়তন বৃদ্ধি পায়।
আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে এক মোল হিলিয়াম গ্যাস রাখা আছে। পরবর্তীতে উক্ত হিলিয়ামের আয়তন প্রথমে সমোষ্ণ প্রক্রিয়ায় এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1.5 গুণ করা হলো।
দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে চাপে ও তাপমাত্রার হিলিয়াম গ্যাস আছে। প্রথম সিলিন্ডারের চাপ দ্রুত পরিবর্তন করে দ্বিগুণ করা হলো এবং দ্বিতীয় সিলিন্ডারের চাপ ধীরে ধীরে পরিবর্তন করে দ্বিগুণ করা হলো।
500 m উঁচু জলপ্রপাতের তলদেশ ও শীর্ষদেশের পানির তাপমাত্রার পার্থক্য কত হবে? [g = 10 m·s–2, পানির আপেক্ষিক তাপ = 4200 J·kg–1·K–1)
40°C তাপমাত্রায় 1 mole CO₂ গ্যাসকে ধীরে ধীরে প্রসারিত করে আয়তন দ্বিগুণ করলে সম্পন্ন কৃতকাজ?