১.৩ গ্যাসীয় অবস্থা ও গঠনের বৈশিষ্ট্য

গ্যাস সংকোচন ও প্রসারণশীল। এর আয়তন,তাপমাত্রা,চাপ ও মোল সংখ্যার উপর নির্ভর করে। 

গ্যাসকে তরল করা যায়।কারণ,

i.গ্যাস অণুসমূহের মধ্যে আন্তকণা আকর্ষণ বল বিদ্যমান 

ii.গ্যাস বয়েল ও চার্লস সূত্র অণুসরণ করে 

iii. তাপমাত্রা হ্রাস করলে গ্যাস অণুর গতিশক্তি হ্রাস পায় 

নিচের কোনটি সঠিক? 

কবীর স্যার

i) গ্যাসের আন্তঃ আনবিক ফাঁকা স্থান খুব বেশি থাকায় গ্যাস অত্যন্ত সংকোচনশীল। ফলে গ্যাস অনুসমূহের মধ্যে আন্তঃকনা আকর্ষন বল সৃষ্টি হয়।

ii)গ্যাস বয়েল ও চার্লস সূত্র অণুসরণ করে ।

iii)মোল গ্যাসের গতি শক্তি,

E=3nRT2 E=\frac{3 n R T}{2}

ET E \propto T

অর্থাৎ গ্যাসের গতিশক্তি তার কেলভিন তাপমাত্রার সমানুপাতিক

তাই তাপমাত্রা হ্রাস করলে গতিশক্তি হ্রাস পাবে।

১.৩ গ্যাসীয় অবস্থা ও গঠনের বৈশিষ্ট্য টপিকের ওপরে পরীক্ষা দাও