সিরাজউদ্দৌলা
'ঘরের শত্রু বিভীষণ'- এই প্রবচন কার জন্য বেশি খাটে?
• 'ঘরের শত্রু বিভীষণ' প্রবচনটি এমন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যিনি নিজের পরিবার, সম্প্রদায়, বা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন এবং শত্রুকে সাহায্য করেন। ঘসেটি বেগমের ক্ষেত্রে প্রশ্নোক্ত প্রবচনটি প্রযোজ্য ,কারণ তিনি নবাব সিরাজউদ্দৌলার খুব কাছের একজন মানুষ ছিলেন – তার পরিবারভুক্ত ছিলেন,কিন্তু নিজের স্বার্থের জন্য পরিবারের সদস্য হয়েও তিনি ইংরেজদের সাথে ষড়যন্ত্রে অংশ নিয়ে সিরাজের পতনে বড় ভূমিকা রাখেন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জমিদার নন্দলালের মৃত্যুর পর তার একমাত্র উত্তরাধিকারী গোবিন্দলাল জমিদারি পায়। গোবিন্দলাল বয়সে তরুণ ও সরল প্রকৃতির। তার এ সুযোগ নিয়ে তার কাকা শিশির গোবিন্দলালের অমাত্যদের নিয়ে 'ঘরের শত্রু বিভীষণে' পরিণত হয়। গোবিন্দলাল বিষয়টি বুঝতে পারে এবং তার যথোপযুক্ত ব্যবস্থা নেয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। পাকিস্তান বিরোধী আন্দোলন করার কারণে তাঁকে জীবনের অনেক সময় কারাগারে থাকতে হয়েছে। তাঁর দূরদর্শী নেতৃত্বের বদৌলতে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরী?
এখনো তোমার আসমান ভরা মেঘে
সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে
তুমি মাস্কুলে, আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরী?
দীঘল রাতের শ্রান্তসফর শেষে
কোন দরিয়ার কালো দিগন্তে,
আমরা পড়েছি এসে?
পাঞ্জেরী- ফররুখ আহমদ।
সালভেদর আলেন্দে ছিলেন চিলির নির্বাচিত প্রেসিডেন্ট। ১৯৭৩ সালে দেশের সেনাবাহিনী তাকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করে আলেন্দ কর্তৃকই নিয়োগপ্রাপ্ত জেনারেল পিনোচেট।
উভয় চরিত্রের সাদৃশ্যগত বৈশিষ্ট্য-
i. ক্ষমতালিপ্সা
ii. বিশ্বাসঘাতকতা
iii. কাপুরুষতা
নিচের কোনটি সঠিক?