ঘাসফড়িং এর সংবহন, শ্বসন ও রেচন পদ্ধতি
ঘাসফড়িংয়ের রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলে?
ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে।
অন্যান্য আর্থ্রোপোডদের মত ঘাসফড়িং এর ক্ষেত্রেও ভ্রুনীয় পরিস্ফুটনের সময় প্রধান সিলোমিক গহবর ব্লাস্টোসিল এর সাথে একীভূত হয়ে যে নতুন গহবর সৃষ্টি করে তাকে হিমোসিল বলে। এটি মেসোডারমাল পেরিটোনিয়ামের পরিবর্তে বহিকোষীয় মাতৃকায় আবৃত থাকে। হিমোসিল দেহের বিভিন্ন অঙ্গ , রক্ত , লসিকা ধারণ করে।
চিত্রের A চিহ্নিত অংশের নাম কি?
পাঠ্য বইতে প্রাণীজগতের সবচেয়ে বড় পর্বের একটি প্রাণী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর রয়েছে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র।
উদ্দীপকের চিহ্নিত অংশটি-
i.রক্ত সংবহনে ভূমিকা রাখে
ii. অস্টিয়ার সংকোচন প্রসারনে সাহায্য করে
iii. পেরিভিসেরাল সাইনাসে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
মালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য কত?