ঘাসফড়িং এর সংবহন, শ্বসন ও রেচন পদ্ধতি

ঘাসফড়িংয়ের রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলে?

আলীম স্যার

ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে।

অন্যান্য আর্থ্রোপোডদের মত ঘাসফড়িং এর ক্ষেত্রেও ভ্রুনীয় পরিস্ফুটনের সময় প্রধান সিলোমিক গহবর ব্লাস্টোসিল এর সাথে একীভূত হয়ে যে নতুন গহবর সৃষ্টি করে তাকে হিমোসিল বলে। এটি মেসোডারমাল পেরিটোনিয়ামের পরিবর্তে বহিকোষীয় মাতৃকায় আবৃত থাকে। হিমোসিল দেহের বিভিন্ন অঙ্গ , রক্ত , লসিকা ধারণ করে।

ঘাসফড়িং এর সংবহন, শ্বসন ও রেচন পদ্ধতি টপিকের ওপরে পরীক্ষা দাও