ঘাসফড়িং এর সংবহন, শ্বসন ও রেচন পদ্ধতি

ঘাসফড়িং-এর ট্রাকিয়ার অন্তঃস্থ গহ্বরে অবস্থিত আংটির মতো বলয়ের নাম -

ট্রাকিয়ার অন্তঃস্থ গহ্বর দিয়ে বায়ু প্রবাহিত হয়। এ গহ্বরে কিছুটা পরপর ইন্টিমা পুরু হয়ে আংটির মতো বলয় গঠন করে। এগুলোর নাম টিনিডিয়া। বাতাসের চাপ হ্রাস পেলে টিনিডিয়া ট্রাকিয়াকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে।

ঘাসফড়িং এর সংবহন, শ্বসন ও রেচন পদ্ধতি টপিকের ওপরে পরীক্ষা দাও