ঘাসফড়িং এর প্রজনন প্রক্রিয়া ও রুপান্তর এবং পুঞ্জাক্ষীর গঠন ও দর্শন কৌশল
ঘাসফড়িং দশটি গুচ্ছে কতটি ডিম পাড়ে?
স্ত্রী ঘাসফড়িং দশটি গুচ্ছে মোট দুইশটি ডিম পাড়ে।আঠালো পদার্থের সাহায্যে ডিমগুলো পরস্পর সংলগ্ন থাকে।
কোন অংশ ঘাসফড়িং-এ লেন্সের মতো কাজ করে?
ওমাটিডিয়ামের কোন অংশ আলো প্রতিসরণে সাহায্য করে?
পঙ্গপাল নামধারী পতঙ্গটির দর্শন ইন্দ্রীয় হলো পুঞ্জাক্ষি। উজ্জ্বল আলোতে প্রাণীটি শুধুমাত্র উল্লম্ব আলোক রশ্মির মাধ্যমে দর্শন সম্পন্ন করে। মৃদু আলোতে প্রাণীটি দর্শন প্রক্রিয়া সম্পন্ন করতে উল্লম্ব ও তীর্যক দুই ধরনের আলোক রশ্মিই ব্যবহার করে।
সুপারপজিশন প্রতিবিম্ব—
i মৃদু আলো ব্যবহার হয়
ii. তির্যক ও উলম্বিক উভয় আলো দরকার
iii. বস্তুর ভিন্ন ভিন্ন অংশের পৃথক প্রতিবিম্ব তৈরি হয়
নিচের কোনটি সঠিক?