উপগ্রহের বেগ, পর্যায়কাল ও উচ্চতা

চন্দ্রযান 'ঈগল' এর ভর 15102.1 kg। এটি অ্যাপোলো-11 হতে চাঁদের পৃষ্ঠে অবতরণ করে। অ্যাপোলো-11 চাঁদের পৃষ্ঠ হতে 100 km উচ্চতায় ঘুরছিল। 'ঈগল'কে পুনরায় অ্যাপোলো-11 এ ফিরে যেতে 4.7 × 1010^{10} শক্তির প্রয়োজন।

পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চন্দ্রের ভর ও ব্যাসার্ধের 81 ও 4 গুণ।

BCC 24
উপগ্রহের বেগ, পর্যায়কাল ও উচ্চতা টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

একটি উপগ্রহ পৃথিবীকে 12 ঘণ্টায় বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে পারে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং g = 9.8ms2ms^{-2}

পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 × 102410^{24} kg ও 6400 km । পৃথিবী পৃষ্ঠ হতে 1000 km দূরে একটি উপগ্রহ আবর্তনশীল আছে। একজন নভোচারী মনে করে উপগ্রহটিকে আরো 22200 km দূরত্বে সরালে এর বেগ অর্ধেক হবে।

[মহাকর্ষ ধ্রুবক = 6.673 × 101110^{-11} Nm2kg2Nm^{2}kg^{-2}]

একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ হতে 10600 km উপরে অবস্থান করে ঘুরছে এক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ 6400 km ও ভূ-পৃষ্ঠে g এর মান 9.8m/s² হলে এর বেগ কত?

পৃথিবীর চারপাশে r ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ v দ্রুতিতে আবর্তন করেছে। কক্ষপথের ব্যাসার্ধ 1% কমে গেলে এর দ্রুতি-