১.১০- ল্যাবরেটরি এর নিরাপত্তা ও ব্যাবহার বিধি

চামড়ায় এসিড পড়লে -

  1. পানি দিয়ে ধুতে হয়
  2.  লঘু সোডিয়াম বাইকার্বনেট দিয়ে ধুতে হয়
  3.  বার্ণল ক্রিম ব্যবহার করতে হয়

নিচের কোনটি সঠিক?

গুহ স্যার ,JU A 22-23 Set-H

হাতে এসিড লাগলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলে এবং পরে মৃদু পরিষ্কারকরূপে 5% NaHCO3 দ্রবণ দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। শেষে First Aid Box থেকে অ্যান্টিসেপটিক বার্ন লোশন যেমন, বার্নল ক্রিম লাগানো যেতে পারে।

১.১০- ল্যাবরেটরি এর নিরাপত্তা ও ব্যাবহার বিধি টপিকের ওপরে পরীক্ষা দাও