৫.১ বাংলাদেশ এর গ্যাস ক্ষেত্র

চামড়া পিকলিং এ শতকরা কত ভাগ H2SOব্যবহৃত হয়?

কবীর স্যার,গুহ স্যার

চামড়াকে খনিজ টেনিং (mineral tanning) করার আগে চামড়াকে লবণ ও 1.5% সালফিউরিক এসিডের মিশ্রিত জলীয় দ্রবণে ডুবানো হয়। তখন কোলাজেনের pH খুবই কমে যায় এবং খনিজ টেনিং-এর এজেন্টসমূহ সহজে চামড়ার ভেতর প্রবেশ করতে পারে। এ প্রক্রিয়াকে পিকলিং বলে।

৫.১ বাংলাদেশ এর গ্যাস ক্ষেত্র টপিকের ওপরে পরীক্ষা দাও