৩.৩ পর্যায়বৃত্ত ধর্ম
চারটি হ্যালোজেনের ইলেক্ট্রন আসক্তির মান (KJmol) নিম্নরূপ; এদের মধ্যে কোনটির অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি হবে?
গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেকে একটি করে এক মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন, এক মোল ঋনাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে সেই মৌলের ইলেকট্রন আসক্তি বলে।
ইলেকট্রন আসক্তির মান যত বেশি, অ্যানায়ন গঠনের প্রবণতাও বেশি।
কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মৌলের-
i. অধাতব বৈশিষ্ট্য হ্রাস পায়
ii. ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়
iii. আয়নিকরণ শক্তি হ্রাস পায় নিচের কোনটি সঠিক?
↓পর্যায় \ গ্রুপ→ | 2 | 13 |
3 | X | Z |
4 | A | Y |
উদ্দীপকের মৌলসমূহের মধ্যে
নিচের কোনটি সঠিক?
দ্বিতীয় পর্যায়ের পরপর তিনটি মৌল প্রত্যেকে হাইড্রোজেনের সাথে একই সংকরণের মাধ্যমে হাইড্রাইড গঠন করে।
কোন আয়নটি আকারে বড়?