৩.৩ পর্যায়বৃত্ত ধর্ম

চারটি হ্যালোজেনের ইলেক্ট্রন আসক্তির মান (KJmol) নিম্নরূপ; এদের মধ্যে কোনটির অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি হবে? 

ডসরোজ কান্তি সিংহ হাজারী ও হারাধন নাগ

গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেকে একটি করে এক মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন, এক মোল ঋনাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে সেই মৌলের ইলেকট্রন আসক্তি বলে।

ইলেকট্রন আসক্তির মান যত বেশি, অ্যানায়ন গঠনের প্রবণতাও বেশি।

৩.৩ পর্যায়বৃত্ত ধর্ম টপিকের ওপরে পরীক্ষা দাও