ঘাসফড়িং এর গঠন
চিত্রের উপাঙ্গটি ল্যাবিয়ামকে নির্দেশ করে থাকলে তার ক্ষেত্রে যা প্রযোজ্য-
i. খাদ্য চূর্ণকরণে সাহায্য করে
ii. এটি অধঃওষ্ঠ
iii. পাল্প বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ল্যাবিয়াম: ঘাসফড়িং-এর মুখছিদ্রের নিচে মধ্যাংশ বরাবর স্থানে বহুসন্ধিল একটি ল্যাবিয়াম বা অধঃওষ্ঠ রয়েছে। ল্যাবিয়াম দুটি খন্ডে বিভক্ত,যথা- মেন্টাম ও সাবমেন্টাম। প্রতিপাশে মেন্টামের মুক্ত প্রান্তে নড়নশীল লিগুলি এবং তিন সন্ধিযুক্ত ল্যাবিয়াল পাল্প থাকে।
ল্যাবিয়াল পাল্প অঙ্গ হিসেবে কাজ করায় এটি উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে।