আলোক তড়িত ক্রিয়া

চিত্রে একটি আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনা দেখানো হয়েছে।
অ্যামিটারের পাঠ ধীরে ধীরে বাড়াতে থাকলে নিচের কোন গ্রাফটি সঠিক?



নিচের কোনটি সঠিক?
ফটো ইলেকট্রিক ক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রনের প্রবাহমাত্রা (i) আপতিত আলোর তীব্রতার (I) সমানুপাতিক। অর্থাৎ,
সমানুপাতিক ধ্রুবক]
সমীকরনটি সমীকরণের অনুরূপ, যা একটি মুলবিন্দুগামী সরলরেখা। অতএব, বনাম I লেখাটি হবে মূলবিন্দুগামী সরলরেখা।
অ্যামিটারের পাঠ ধীরে ধীরে বাড়ানো মানে সময়ের সাথে প্রবাহমাত্রা বৃদ্ধি করা।। অর্থ্যাৎ, বনাম লেখটি একটি মৃলবিন্দুগামী সরল রেখা।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
5.55 Hz সূচন কম্পাঙ্কের একখন্ড ধাতুর উপর 2800Å
তরঙ্গদৈর্ঘ্যের আলো পতিত হলে ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয়।
ফটোতড়িৎ ক্রিয়া পরীক্ষণে দেখা গেল পটাসিয়াম ধাতুর উপর তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে শুধুমাত্র ইলেকট্রন নির্গত হয় কিন্তু গতিশক্তি প্রাপ্ত হয় না। যদি তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয় তবে ইলেকট্রন নিঃসরিত হয় এবং গতিশক্তি প্রাপ্ত হয় ।
A এবং B দুটি ধাতুর কার্য অপেক্ষক যথাক্রমে 4.2 eV এবং 1.9 eV । যদি 3500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো এদের ওপর ফেলা হয় তাহলে কোনটি থেকে ইলেকট্রন নির্গত হবে?

দ্বাদশ শ্রেণির বিজ্ঞানের ছাত্রী মিনা পরীক্ষাগারে ফটোতড়িৎ ক্রিয়া প্রদর্শন করে তার প্রাপ্ত ফলাফল হতে উল্লিখিত গ্রাফটি অঙ্কন করলো। পরীক্ষাগারে 1.5volt এর একটি ব্যাটারী আছে।