কার্নো ইঞ্জিন ও কার্নো চক্র
চিত্রে একটি কার্নো ইঞ্জিনের P-V লেখচিত্র দেখানো হল।
কার্নো ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত 1: 6, এতে কার্যনির্বাহক বস্তু হিসাবে ও মোল দ্বি-পরমাণুক গ্যাস ব্যবহার করা হলো। ( = 1.4)
কার্নোচক্রের চতুর্থ ধাপে নিচের কোনটি স্থির থাকে?
তাত্ত্বিকভাবে তাপগ্রাহকের তাপমাত্রা কত হলে একটি তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা ১০০% হবে?
একটি কার্নো ইঞ্জিন 327 °C এবং 27 °C পরিসরে কাজ করে তাপ উৎস থেকে 6000 J তাপ গ্রহণ করে কিছু তাপ কাজে রূপান্তর করে এবং অবশিষ্ট তাপগ্রাহকে বর্জন করে।