জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ

চিত্রে 500 gm ভরের AB সরু দণ্ডটি এর দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে লম্বভাবে গমনকারী অক্ষ PQ এর সাপেক্ষে প্রতি মিনিটে 30 বার করে ঘুরছে।

JB 21
জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

১ম চিত্রে, AB দণ্ডের লম্ব বরাবর CD অক্ষের সাপেক্ষে এবং ২য় চিত্রে, চাকতি তলের ব্যাস বরাবর XY অক্ষের সাপেক্ষে ঘুরছে। দণ্ড এবং চাকতির ভর 5 kg। চাকতির ব্যাস 20 cm। দণ্ড এবং চাকতির ঘূর্ণন যথাক্রমে 200 rpm এবং 250 rpm।

১ম চিত্রে: AQ=PQ=14AB=10 cm \mathrm{AQ}=\mathrm{PQ}=\frac{1}{4} \mathrm{AB}=10 \mathrm{~cm}

একটি চাকার জড়তার ভ্রামক 2 kgm² এবং ব্যাসার্ধ 1 m হলে এর চক্রগতির ব্যাসার্ধ হবে-

চিত্রের দণ্ডের ভর 3 kg, XY3\ kg,\ XY ঘূর্ণন অক্ষ।

চিত্র-১: 1 kg ভরের একটি দণ্ড PQ অক্ষকে কেন্দ্র করে ঘুরছে এবং দণ্ডটির অভিকর্ষকেন্দ্র AB অক্ষ বরাবর।

চিত্র-২: একজন লোক 200 gm ভর এবং 2 cm ব্যাসার্ধের একটি নিরেট গোলাকার বলকে 50 cm দৈর্ঘ্যের একটি দড়িতে বেঁধে ঘুরাচ্ছে। বলটি 1 min এ 50 বার তার হাতের চারপাশে এবং বলটির অভিকর্ষকেন্দ্র এর অক্ষের চারপাশে 1 min এ 10 বার ঘুরে। দড়িটি 2N পর্যন্ত বল সহ্য করতে পারে।