ছত্রাকের বৈশিষ্ট্য, গঠন, প্রজনন ও গুরুত্ব
ছত্রাকের জট পাকানো অবস্থাকে কি বলে?
ছত্রাকের সূত্রাকার শাখাকে একবচনে হাইফা (hypha) এবং বহুবচনে হাইফি (hyphae) বলা হয়। এক একটি হাইফা সরু, স্বচ্ছ ও নলাকার।
অসংখ্য শাখা-প্রশাখাবিশিষ্ট সূত্রাকার হাইফি দ্বারা গঠিত ছত্রাক দেহকে মাইসেলিয়াম (mycelium) বলে।
ছত্রাক পোষক দেহের ভেতরে বিশেষ ধরনের হাইফা প্রবেশ করিয়ে সেখান থেকে খাদ্য শোষণ করে নেয়। পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে হস্টোরিয়াম বলে।
পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে রাইজয়েড বলে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিম্নশ্রেণির ছত্রাকের কোষ প্রাচীরে-
সেলুলোজ যুক্ত থাকে
সেলুলোজের সাথে কাইটিন যুক্ত থাকে
কাইটিনের সাথে প্রোটিনযুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
বাডিং-এর সময় ছত্রাকের মাতৃকোষের নিউক্লিয়াসটি কোন প্রক্রিয়ায় বিভক্ত হয়?
মাইসেলিয়ামের প্রতিটি শাখাকে কী বলে?
পরিবেশ সংরক্ষণে ছত্রাক-
মৃত জীবদেহের পচন ঘটায়
জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরী করে
জৈব নিয়ন্ত্রক হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?