পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি
ছোট ছোট তরল বিন্দু গোলাকার ধারণ করার কারণ হলো-
তরল মাত্রেরই একটি ধর্ম আছে— তরল পৃষ্ঠ সর্বদাই সঙ্কুচিত হয়ে সর্বনিম্ন ক্ষেত্রফলে আসতে চায়। তরলের মধ্যে যে বলের প্রভাবে এই বিশেষ ধর্ম প্রকাশ পায় সেই বলকেই পৃষ্ঠটান বলে।
25°C তাপমাত্রায় কোনো তরলের উপরিতল থেকে 0.08 m লম্বা একটি হালকা অনুভূমিক তারকে 4.32×10-3 N বলে টেনে উঠানো হলে তরলের পৃষ্ঠটান কত নিউটন/মিটার হবে?
পানির পৃষ্ঠটান 0.06N/m হলে এর পৃষ্ঠশক্তি-
একই আকারের দশটি পানির ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হল। প্রতিটি ফেঁঁটার ব্যাস । পানির পৃষ্ঠটান ।
বৃষ্টির একটি বড় ফোঁটা ভেঙ্গে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হলে ফোঁটাগুলির সর্বমোট -