Ulothrix এর আবাস, গঠন ও জনন
জনন কোষের ভিত্তিতে শৈবালের যৌন জনন কত প্রকার ?
জননকোষের ভিত্তিতে যৌন জনন পদ্ধতি তিন প্রকার যথা: ১. আইসোগ্যামি ২. অ্যানাইসোগ্যামি ৩. উগ্যামি।
i. আইসোগ্যামি (Isogamy): বাহ্যিক আকার-আকৃতি ও প্রকৃতিগত সাদৃশ্যপূর্ণ দুটি গ্যামিটের (পুং ও স্ত্রী গ্যামিট) মিলনকে আইসোগ্যামি বলে । যেমন- Ulothrix ইত্যাদি ।
ii. অ্যানাইসোগ্যামি (Anisogamy): অসম আকার-আকৃতির দুটি গ্যামিটের (পুং ও স্ত্রী গ্যামিট) মিলনকে অ্যানাইসোগ্যামি বলে। যেমন- Pandorina, Eudorina
iii. ঊগ্যামি (Oogamy): অপেক্ষাকৃত ক্ষুদ্র সচল পুং গ্যামিটের সাথে বৃহদাকার, অচল স্ত্রী গ্যামিটের মিলনকে ঊগ্যামি বলে। যেমন- Oedogonium, Fucus ইত্যাদি। জনন প্রক্রিয়াগুলোর মধ্যে আইসোগ্যামি সবচেয়ে আদি আর ঊগ্যামি হলো সবচেয়ে উন্নত প্রকৃতির। সকল উন্নত উদ্ভিদ উগ্যামি প্রক্রিয়ায় যৌন জনন সম্পন্ন করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই