গতি বিষয়ক রাশিমালা

জনাব রহিম ও 1 জন ক্যাডেট একত্রে দৌড়াচ্ছে। ক্যাডেটের ভর রহিমের ভরের অর্ধেক এবং জনাব রহিমের গতিশক্তি ক্যাডেটের গতিশক্তির অর্ধেক। জনাব রহিম যদি তার বেগ 1ms11ms^{-1} বৃদ্ধি করেন, তাহলে তার গতিশক্তি ক্যাডেটের গতিশক্তির সমান হয়।

JCC 23
গতি বিষয়ক রাশিমালা টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

5 ms-1 বেগে গতিশীল 2 kg ভরের একটি বস্তু আরেকটি 2 kg ভরের স্থির বস্তুকে আঘাত করে থেমে গেল। পরবর্তীতে প্রথম বস্তুটির উপর X অক্ষের ধনাত্মক দিকের সাথে 30° এবং 120° কোণে যথাক্রমে 4 N এবং 6 N বল প্রয়োগ করা হয়। 5 sec পর দ্বিতীয় বলটি নিষ্ক্রিয় হয়ে যায় এবং পরবর্তী 5 sec শুধুমাত্র 4 N বল ক্রিয়া করে।

একটি ট্রলির ভর 100kg এবং এটি 180j গতিশক্তি সহ একটি মসৃণ রাস্তার উপর দিয়ে চলছিলো। চলা অবস্থায় এর উপর আরো 20kg ভরএর একটি বস্তু খাড়াভাবে নামিয়ে দেয়া হল।

θ \theta এর কোন মানের জন্য sinθ=1 \sin \theta=1 ?

পানি থেকে 19.6 m উপরে থাকা ব্রিজ থেকে একটি বস্তুকে নৌকার উপর ফেলার জন্য ছেড়ে দেওয়া হলো তখন নৌকাটি ব্রিজ থেকে 6m দূরে থাকলে নৌকার দ্রুতি কত হবে?