গতি বিষয়ক রাশিমালা
জনাব রহিম ও 1 জন ক্যাডেট একত্রে দৌড়াচ্ছে। ক্যাডেটের ভর রহিমের ভরের অর্ধেক এবং জনাব রহিমের গতিশক্তি ক্যাডেটের গতিশক্তির অর্ধেক। জনাব রহিম যদি তার বেগ বৃদ্ধি করেন, তাহলে তার গতিশক্তি ক্যাডেটের গতিশক্তির সমান হয়।
5 ms-1 বেগে গতিশীল 2 kg ভরের একটি বস্তু আরেকটি 2 kg ভরের স্থির বস্তুকে আঘাত করে থেমে গেল। পরবর্তীতে প্রথম বস্তুটির উপর X অক্ষের ধনাত্মক দিকের সাথে 30° এবং 120° কোণে যথাক্রমে 4 N এবং 6 N বল প্রয়োগ করা হয়। 5 sec পর দ্বিতীয় বলটি নিষ্ক্রিয় হয়ে যায় এবং পরবর্তী 5 sec শুধুমাত্র 4 N বল ক্রিয়া করে।
একটি ট্রলির ভর 100kg এবং এটি 180j গতিশক্তি সহ একটি মসৃণ রাস্তার উপর দিয়ে চলছিলো। চলা অবস্থায় এর উপর আরো 20kg ভরএর একটি বস্তু খাড়াভাবে নামিয়ে দেয়া হল।
এর কোন মানের জন্য ?
পানি থেকে 19.6 m উপরে থাকা ব্রিজ থেকে একটি বস্তুকে নৌকার উপর ফেলার জন্য ছেড়ে দেওয়া হলো তখন নৌকাটি ব্রিজ থেকে 6m দূরে থাকলে নৌকার দ্রুতি কত হবে?