বাংলাদেশ বিষয়াবলী
জমিদারি প্রথা বিলুপ্ত হয়-
• অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী - এ কে ফজলুল হক।
• ১৯৩৮ সালে ঋণ সালিশি বোর্ড আইন পাশ করার মাধ্যমে প্রজাস্বত্ব আইন (১৯৩৯ সাল) এবং মহাজনি প্রথা বাতিল আইন (১৯৪০ সাল) এ পাস হয়।
• ২৩ মার্চ ১৯৪০। তিনি লাহোর ভারত বিভক্তির একটি প্রস্তাব পেশ করেন যা "লাহোর প্রস্তাব" নামে বিখ্যাত।
• ১৯৫৩ সালে কৃষক শ্রমিক জনতা পার্টি প্রতিষ্ঠা করেন এবং
• ১৯৫৪ সালের নির্বাচনে কৃষক শ্রমিক জনতা পার্টি বিজয়ী হয়।