প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা (নিষেক,গর্ভধারন,পরিস্ফুটন,বিকাশ)
জরায়ুর সংকোচন ঘটায় কোন হরমোন?
স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া (Hormonal Action of Female Reproductive System)
মানুষের স্ত্রী প্রজননতন্ত্রের কার্যাবলি বিভিন্ন হরমোনের ক্রিয়ায় নিয়ন্ত্রিত হয় । কিছু হরমোন সরাসরি প্রজনন ক্রিয়ায় অংশগ্রহণ করে এবং কিছু হরমোন অন্য হরমোনের ক্ষরণকে উদ্দীপ্ত করে। যেসব হরমোনের ক্রিয়া দ্বারা মানব স্ত্রীজননতন্ত্রের কার্যাবলি নিয়ন্ত্রিত হয় তাদের সংক্ষিপ্ত বর্ণনা নিচে উল্লেখ করা হলো ।
১. মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন গোনাডোট্রফিন রিলিজিং হরমোন (GnRH) অগ্র পিটুইটারিকে উদ্দীপিত করে, ফলে লুটিনাইজিং হরমোন (LH) ও ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH) নিঃসৃত হয় । ২. FSH ডিম্বাশয়ের ডিম্বথলিকে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে উদ্দীপিত করে ।
৩. ইস্ট্রোজেন হরমোন মেয়েদের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়, ঋতুচক্র ও স্তনগ্রন্থির বিকাশ নিয়ন্ত্ৰণ করে । এছাড়াও এটি জরায়ুর প্রাচীরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে ।
৪. LH হরমোন ডিম্বাশয়ের কর্পাস লুটিয়ামকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে ।
৫. প্রোজেস্টেরন হরমোন বয়ঃসন্ধিতে জরায়ুর প্রাচীরের পরিবর্তন ঘটায় এবং জরায়ুর প্রাচীরকে ভ্রূণ ধারণ উপযোগী করে । এটি গর্ভাবস্থায় স্তনগ্রন্থির বিকাশ ঘটায় । রক্তে প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে গেলে GnRH ক্ষরণ হ্রাস পায় যা FSH ও LH ক্ষরণে বাঁধা সৃষ্টি করে ।
৬. ডিম্বাশয় ও অমরা থেকে রিল্যাক্সিন হরমোন নিঃসৃত হয় । এটি প্রসবের সময় শ্রোণিদেশীয় লিগামেন্ট ও পেশির প্রসারণ ঘটিয়ে প্রসব সহজ করে ।
৭. অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত অক্সিটোসিন হরমোন জরায়ুর সঙ্কোচন ঘটিয়ে সন্তান ও অমরার বাইরে নির্গমনের সহায়তা করে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
অমরার কাজ-
গ্যাসীয় বিনিময়
হরমোন নিঃসরণ
বিপাক ও প্রোটিন সংশ্লেষ
নিচের কোনটি সঠিক?
অমরা গঠনকারি বহিঃভ্রূণীয় পর্দা হলো-
মেসোডার্মাল স্তর থেকে উদ্ভুত কোনটি?
জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক মানব জীবনে ধারাবাহিকতা নিয়ে আলোচনায় বললেন, ফিটাস একটি অঙ্গের মাধ্যমে জরায়ুর সাথে যুক্ত থাকে এবং এর মাধ্যমে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে।
উদ্দিপকের অঙ্গটির কাজ-
নিচের কোনটি সঠিক?