ডায়োড ও ডায়োডের প্রয়োগ
জাংশন ডায়োডে বিমুখী ঝোঁক কি করে?
বিপরীত ঝোঁক - যদি বহির্ভোল্টেজ এমনভাবে প্রয়োগ করা হয়, যাতে বিভব প্রাচীরের উচ্চতা বৃদ্ধি পায় তবে এ ধরনের
ঝোঁক প্রয়োগকে বলা হয় বিপরীত ঝোঁক প্রয়োগ বা বিপরীত বায়াসিং (Reverse biasing)। এক্ষেত্রে ব্যাটারীর ঋণাত্মক
প্রান্ত p-টাইপের প্রান্তের সঙ্গে এবং ধনাত্মক প্রান্ত n-টাইপের প্রান্তের সঙ্গে সংযোগ দেয়া হয়। বিপরীত ভোল্টেজ প্রয়োগের
জন্য সৃষ্ট বৈদ্যুতিক ক্ষেত্র ও প্রাচীরের বৈদ্যুতিক ক্ষেত্র একই দিকে ক্রিয়া করে; ফলে লব্ধি বৈদ্যুতিক ক্ষেত্রের মান বেড়ে
যায়; অর্থাৎ প্রাচীরের উচ্চতা বৃদ্ধি পায় । চিত্র-১৪.১২ এ বিপরীত বায়াসিং প্রয়োগ এবং সৃষ্ট বিভব প্রাচীর দেখানো হয়েছে
বিভব প্রাচীর বৃদ্ধির ফলে আধান বাহকের চলাচলে আরো অধিক বাধার সৃষ্টি হয়। অর্থাৎ রোধ অনেক বেড়ে যায় ফলে
বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ হয় না।
সুতরাং দেখা যাচ্ছে যে, বহির্ভোল্টেজ প্রয়োগের একটি বিশেষ দিকের জন্য বর্তনীতে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং বিপরীত
দিকের জন্য প্রবাহ হয় না। জাংশনের এ বিশেষ গুণই বিদ্যুৎ প্রবাহ একমুখীকরণ কাজে ব্যবহৃত হয়।
চিত্র-১৪.১৩ তে একটি জাংশন ডায়োটের প্রতীক চিহ্ন দেখানো হয়েছে। ডায়োডের p-টাইপ অঞ্চলকে এ্যানোড (anode)
এবং n-টাইপ অঞ্চলকে ক্যাথোড (Cathode) বলা হয়। চিত্রে একটি ত্রিভুজ এবং একটি লম্ব রেখা দেখানো হয়েছে।
ত্রিভুজ সম্মুখ ঝোঁক প্রয়োগে বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই