ক্রোমোজোম,নিউক্লিক এসিড, DNA ও RNA
জীবকোষে দুই ধরনের জৈব এসিড থাকে, যাহার একটি দ্বি-সূত্রক অবস্থায় বংশগতির বৈশিষ্ট্য বহন করলেও, অপরটি এক সূত্রক এবং প্রোটিন সংশ্লেষণ করে।
সেন্ট্রোস্ফিয়ার কী?
জেনেটিক কোড বলতে কী বোঝ?
উদ্দীপকের প্রথম জৈব এসিডটির গঠন বর্ণনা করো।
উপরোক্ত দুই ধরনের এসিডের মধ্যে তুলনামূলক আলোচনা করো।
কোষের ৮০-৯০% RNA হলো-
নিচের কোনটির গঠন ক্লোভার আকৃতির?