জীবন ও বৃক্ষ
জীবন ও বৃক্ষ' কোন গ্রন্থের অন্তর্গত?
গল্প/প্রবন্ধ | পত্রিকায় প্রথম প্রকাশ | গল্পগ্রন্থ বা সংকলন |
|---|---|---|
বিড়াল অপরিচিতা আমার পথ জীবন ও বৃক্ষ মাসি-পিসি জাদুঘরে কেন যাব রেইনকোট মহাজাগতিককিউরেটর নেকলেস | ___ সবুজপত্র পত্রিকায় ১৩২১ বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় (১৯১৪) ____ ____ পূর্বাশা পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় (মার্চ-এপ্রিল ১৯৪৬ ) স্মারক পুস্তিকা ঐতিহ্যায়ন (২০০৩) ____ ____ ১৮৮৪ সালের ১৭ই ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা La Gaulois এ | কমলাকান্তের দপ্তর প্রথমে গল্পসপ্তকে পরে গল্পগুচ্ছের তৃতীয় খন্ডে (১৯২৭) রুদ্র মঙ্গল সংস্কৃতি কথা পরিস্থিতি নামক গল্পগ্রন্থে (অক্টোবর১৯৪৬) ___ জাল স্বপ্ন স্বপ্নের জাল জলজ |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
শহীদুল দশম শ্রেণির বিজ্ঞানের শিক্ষার্থী। বৃক্ষের অক্সিজেন প্রদান, প্রাণিকুলের খাদ্যের জোগান ইত্যাদি শহীদুলের মনে দাগ কাটে। শহীদুল প্রতিজ্ঞা করে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করবে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণের পর ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করে শহীদুল চলে আসে নিজ গ্রামে। এলাকায় প্রতিষ্ঠা করে দাতব্য চিকিৎসালয়। শহরের চাকচিক্য ও উচ্চ রোজগারের পথ পরিহার করে নিজ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে শহীদুল জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে। অপরদিকে তার বড় ভাই ডাক্তার মনিরুল চিকিৎসাকে ব্রত হিসেবে না নিয়ে ব্যবসায় হিসেবে গ্রহণ করে অঢেল সম্পদের মালিক হয়ে যায়।
"স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষে সংসার পরিপূর্ণ।" কোন প্রবন্ধের অংশ?
ধন-রত্ন সুখৈশ্বর্য কিছুতেই সুখ নাই,
সুখ পর-উপকারে, তারি মাঝে খোঁজ ভাই।
'আমিত্ব'কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি,
পরের হিতের জন্য ভাব যদি নিরবধি।
নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা,
তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি।
'সংস্কৃতি কথা' গ্রন্থটির রচয়িতা কে?