বাংলাদেশের মুক্তিযুদ্ধ
জীবন থেকে নেয়া চলচ্চিত্রের নির্মাতা-
• ভাষা আন্দোলনের উপর নির্মিত প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া (১৯৭০)।
• জহির রায়হান পরিচালিত প্রথম ছবি - কখনো আসেনি (১৯৬১)। মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম প্রামান্য চিত্র - Stop Genocide.
• তৎকালীন সমগ্র পাকিস্তানের প্রথম রঙ্গিন চলচ্চিত্র - সঙ্গম (১৯৬৪)।
• জহির রায়হান রচিত উপন্যাস - তৃষ্ণা, শেষ বিকালের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী ইত্যাদি।
• জহির রায়হান পরিচালিত ছবি - কখনো আসে নি (১৯৬১), সোনার কাজল | (১৯৬২), কাঁচের দেয়াল (১৯৬৩), আনোয়ারা (১৯৬৭), সঙ্গম (১৯৬৪) জীবন থেকে নেয়া (১৯৭০) ইত্যাদি।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই