এপিডার্মাল, গ্রাউন্ড ও ভাস্কুলার টিস্যুতন্ত্রের অবস্থান, গঠন ও কাজ
জীববিজ্ঞানের শিক্ষক ব্যবহারিক ক্লাসে একটি উদ্ভিদের দুটি অংশের অন্তর্গঠন ছাত্রদের দেখালেন। একটি অংশের বহিঃত্বকে এককোষী রোম বিদ্যমান। অপরটিতে রোম নেই কিন্তু কিউটিকল আছে।
পেরিসাইকল কী?
অনিয়ন্ত্রিত মাইটোসিস ক্ষতিকর কেন?-ব্যাখ্যা করো।
উদ্দীপকের প্রথম অঙ্গটির অন্তর্গঠনের চিহ্নিত চিত্র আঁক।
উদ্দীপকে উল্লিখিত অংশ দুটির অন্তর্গঠনের তুলনা করো।
মাইরোসিন পাওয়া যায়-
উদ্ভিদের অন্তঃস্টিলীয় অংশ হচ্ছে-
উদ্দীপকের চিত্র-B এর গঠন নিচের কোনটিতে বিদ্যমান?