জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও জিন ক্লোনিং

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবজ উপাদান কোনটি?

আলীম স্যার

প্লাসমিড (Plasmid): ব্যাক্টেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাকে প্লাসমিড বলে। Laderberg (1952) E. coli ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্লাসমিডের সন্ধান পান। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাবে অনুলিপন (replicate) করতে পারে। মূল ক্রোমোসোমের বাইরে একটি অতিরিক্ত ও ক্ষুদ্রাকার DNA (ক্রোমোসোম) হিসেবে অধিকাংশ ব্যাকটেরিয়াতে প্লাসমিড অবস্থিত। এদের সংখ্যা কোষপ্রতি ১-১০০০ পর্যন্ত হতে পারে।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও জিন ক্লোনিং টপিকের ওপরে পরীক্ষা দাও